Bangla News Photo gallery Pep Guardiola’s daughter Maria Guardiola models bikinis, once she dated ex Spurs ace Dele Alli and she is a huge Man City fan
Bikini Look: পেপ গুয়ার্দিওলার কন্যা মারিয়ার বিকিনি লুকে মুগ্ধ ফ্যানেরা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Sep 18, 2022 | 8:30 AM
ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলার মেয়ের নাম মারিয়া গুয়ার্দিওলা। সুন্দরী মারিয়া বরাবর তাঁর ফ্যাশন সেন্সের জন্য আলোচনায় থাকেন। ম্যান সিটির অন্ধ ভক্ত মারিয়া। স্পার্সের প্রাক্তন তারকা ডেলে আলির সঙ্গে একটা সময় সম্পর্ক ছিল মারিয়ার। পরে অবশ্য তা ভেঙে যায়। তিনি বর্তমানে বিকিনি শুটে আগুন ঝরান।
1 / 5
ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) কোচ পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) মেয়ের নাম মারিয়া গুয়ার্দিওলা (Maria Guardiola)। সুন্দরী মারিয়া বরাবর তাঁর ফ্যাশন সেন্সের জন্য আলোচনায় থাকেন। ম্যান সিটির অন্ধ ভক্ত মারিয়া। স্পার্সের প্রাক্তন তারকা ডেলে আলির সঙ্গে একটা সময় সম্পর্ক ছিল মারিয়ার। পরে অবশ্য তা ভেঙে যায়। তিনি বর্তমানে বিকিনি শুটে আগুন ঝরান। (ছবি-মারিয়া গুয়ার্দিওলা ইন্সটাগ্রাম)
2 / 5
সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় পেপকন্যা। ইন্সটাগ্রামে নিত্যনতুন ছবি পোস্ট করে তিনি অনুরাগীদের মনে ঝড় তুলে দেন। (ছবি-মারিয়া গুয়ার্দিওলা ইন্সটাগ্রাম)
3 / 5
ইন্সটাগ্রামে মারিয়ার ফলোয়ার সংখ্যাটাও নেহাতই কম নয়। ইন্সটাগ্রামে ৩ লক্ষ ৮০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে মারিয়ার। (ছবি-মারিয়া গুয়ার্দিওলা ইন্সটাগ্রাম)
4 / 5
সম্প্রতি বিকিনি পরে অনলাইনে একটি সাঁতারের পোশাকের ব্র্যান্ডের শুটও করেছেন মারিয়া। (ছবি-মারিয়া গুয়ার্দিওলা ইন্সটাগ্রাম)
5 / 5
গত বছর মারিয়ার সঙ্গে বিভিন্ন বার, রেস্টুরেন্ট, কফি হাউসে এক ছাদের তলায় দেখা গিয়েছিল প্রাক্তন স্পার্স তারকা ডেলে আলির সঙ্গে। জানা গিয়েছে, মাত্র ছয় মাসের মধ্যে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। (ছবি-মারিয়া গুয়ার্দিওলা ইন্সটাগ্রাম)