
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) আগে পারথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলবেন রোহিত-বিরাটরা। টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ দেখতে মাঠে আসবেন যে সমর্থকরা, তারা ভারতীয় পদ চেখে দেখার সুযোগ পাবেন।(Pic Courtesy-WACA Twitter)

সিঙাড়া, আলু কাবলির মতো একাধিক লোভনীয় খাবার খাওয়ার সুযোগ পাবেন প্রস্তুতি ম্যাচ দেখতে আসা সমর্থকরা। (Pic Courtesy-WACA Twitter)

পারথে সমর্থকদের জন্য বিশেষ মেনুতে প্রচুর ভারতীয় পদ রাখা হয়েছে। মুম্বইয়ের বিভিন্ন স্ট্রিট ফুডও চেখে দেখার সুযোগ পাবেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীরা। (Pic Courtesy-WACA Twitter)

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট শেফ অ্যাডাম ওয়ালকার জানান, বিভিন্ন সংস্কৃতির ভিন্ন ভিন্ন খাবার তুলে ধরা তাদের কাছে বড় চ্যালেঞ্জের। এ বার তাঁরা সেই চ্যালেঞ্জটা নিয়েছে ভারতীয় খাবার বানিয়ে। (Pic Courtesy-WACA Twitter)

শেফ পারুল পাটেল জানান, ভারতীয় তারকা ক্রিকেটাররা তাঁদের বানানো ভারতীয় পদ চেখে দেখবেন এটা ভেবেই তিনি খুশি হচ্ছেন। (Pic Courtesy-WACA Twitter)

সেখানকার শেফ পারুল বিশেষ ভাবে যে ভারতীয় পদটি খাওয়ার পরামর্শ দিচ্ছেন, সেটির নাম তাঁরা রেখেছেন, 'দ্য নানউইচ'। নাম থেকেই আন্দাজ করা যায়, স্যান্ডউইচ ও নানের মেলবন্ধন ঘটিয়ে এই পদটি তৈরি করা হয়েছে। (Pic Courtesy-WACA Twitter)