Erling Haaland: রক্তমাংসের মানুষ নয়, রোবট! হালান্ডকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে পিটিশন

চলতি মরসুমে এখনও পর্যন্ত ম্যাঞ্চেস্টার সিটির হয়ে তাঁর গোল সংখ্যা ১৯। বাকি দলগুলি ম্যাঞ্চেস্টার সিটি তারকা আর্লিং হালান্ডকে রোখার উপায় খুঁজে পাচ্ছেন না। তার মধ্যেই নরওয়ের ফুটবলারকে নিষিদ্ধ করতে একটি পিটিশনে সই সংগ্রহ চলছে!

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 08, 2022 | 11:45 AM

1 / 5
চলতি মরসুমে এখনও পর্যন্ত ম্যাঞ্চেস্টার সিটির হয়ে তাঁর গোল সংখ্যা ১৯। বাকি দলগুলি ম্যাঞ্চেস্টার সিটি তারকা আর্লিং হালান্ডকে রোখার উপায় খুঁজে পাচ্ছেন না। তার মধ্যেই নরওয়ের ফুটবলারকে নিষিদ্ধ করতে একটি পিটিশনে সই সংগ্রহ চলছে!(ছবি:টুইটার)

চলতি মরসুমে এখনও পর্যন্ত ম্যাঞ্চেস্টার সিটির হয়ে তাঁর গোল সংখ্যা ১৯। বাকি দলগুলি ম্যাঞ্চেস্টার সিটি তারকা আর্লিং হালান্ডকে রোখার উপায় খুঁজে পাচ্ছেন না। তার মধ্যেই নরওয়ের ফুটবলারকে নিষিদ্ধ করতে একটি পিটিশনে সই সংগ্রহ চলছে!(ছবি:টুইটার)

2 / 5
হালান্ডকে নিষিদ্ধ করতে চান মূলত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থকরা। 'Ten Hag's Reds' নামে একটি অ্যাকাউন্ট থেকে পিটিশন দিয়ে হালান্ডকে ফুটবল থেকে নিষিদ্ধ করার চেষ্টা চলছে। গত রবিবার ম্যাঞ্চেস্টার ডার্বিতে হ্যাটট্রিক করেন হালান্ড। তারপরই রেড ডেভিল সমর্থকদের চক্ষুশূল হয়ে উঠেছেন নরওয়ের ফুটবলার।

হালান্ডকে নিষিদ্ধ করতে চান মূলত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থকরা। 'Ten Hag's Reds' নামে একটি অ্যাকাউন্ট থেকে পিটিশন দিয়ে হালান্ডকে ফুটবল থেকে নিষিদ্ধ করার চেষ্টা চলছে। গত রবিবার ম্যাঞ্চেস্টার ডার্বিতে হ্যাটট্রিক করেন হালান্ড। তারপরই রেড ডেভিল সমর্থকদের চক্ষুশূল হয়ে উঠেছেন নরওয়ের ফুটবলার।

3 / 5
ইংলিশ প্রিমিয়র লিগের সমর্থকদের বক্তব্য, ম্যান সিটির স্ট্রাইকার রক্তমাংসের মানুষ নন। ও রোবট। তাই হালান্ডকে প্রিমিয়র লিগে খেলতে দেওয়া যাবে না। এমনকী অ্যাসোসিয়েশন ফুটবল থেকেও তাঁকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। এই দাবিতে চলছে সই সংগ্রহ।

ইংলিশ প্রিমিয়র লিগের সমর্থকদের বক্তব্য, ম্যান সিটির স্ট্রাইকার রক্তমাংসের মানুষ নন। ও রোবট। তাই হালান্ডকে প্রিমিয়র লিগে খেলতে দেওয়া যাবে না। এমনকী অ্যাসোসিয়েশন ফুটবল থেকেও তাঁকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। এই দাবিতে চলছে সই সংগ্রহ।

4 / 5
এই পিটিশন থেকে হালান্ডের ফুটবল থেকে নিষিদ্ধ হওয়ার আশা নেই। তবে বিপক্ষ দলগুলির সমর্থকদের মধ্যে ম্যান সিটির স্ট্রাইকারকে নিয়ে যে আতঙ্ক তা স্পষ্ট হয়ে গিয়েছে। সিটি কোচ পেপ ওয়ার্দিওয়ালা তাঁর দলের ২১ বছর বয়সী স্ট্রাইকারকে নিয়ে উচ্ছ্বসিত।

এই পিটিশন থেকে হালান্ডের ফুটবল থেকে নিষিদ্ধ হওয়ার আশা নেই। তবে বিপক্ষ দলগুলির সমর্থকদের মধ্যে ম্যান সিটির স্ট্রাইকারকে নিয়ে যে আতঙ্ক তা স্পষ্ট হয়ে গিয়েছে। সিটি কোচ পেপ ওয়ার্দিওয়ালা তাঁর দলের ২১ বছর বয়সী স্ট্রাইকারকে নিয়ে উচ্ছ্বসিত।

5 / 5
গুয়ার্দিওলা বলেন, "ও গোল করার জন্যই ফুটবলার হয়েছে। নরওয়ে, অষ্ট্রিয়া, জার্মানিতে ও যা করত, এখানেও তাই করছে। দারুণ স্ট্রাইকার।"

গুয়ার্দিওলা বলেন, "ও গোল করার জন্যই ফুটবলার হয়েছে। নরওয়ে, অষ্ট্রিয়া, জার্মানিতে ও যা করত, এখানেও তাই করছে। দারুণ স্ট্রাইকার।"