
রাস্তাঘাটে দুর্ঘটনা কমানোর জন্য পুলিশ প্রশাসনের তরফে টানা প্রচার চালানো হয়। চালকদের সচেতন করা হয়। 'রোড সেফটি' সপ্তাহ পালন করা হয়। 'সেভ ড্রাইভ, সেফ লাইফ' প্রচার অভিযান চালানো হয়। কিন্তু এতকিছুর পরও প্রায় দিনই পথ দুর্ঘটনার খবর আসে। মাঝে মধ্যে তা প্রাণঘাতীও হয়ে ওঠে।

দুর্ঘটনা এড়াতে রাস্তার ধারে বিভিন্ন সাইনবোর্ড লাগিয়ে রাখা হয় ট্র্যাফিক পুলিশের তরফে। রাস্তার ধারে এই সাইনবোর্ডগুলি অনেক সময়েই চালকরা খেয়াল করেন না। রাস্তাঘাটে ট্র্যাফিক সাইনগুলি যদি ঠিকঠাক নজর রাখা যায়, তাহলে এই দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমানো যায়।

এই চিহ্নটির মানে হল, সামনেই চৌরাস্তার মোড় রয়েছে। যখনই আপনি রাস্তার ধারে এই চিহ্ন দেখবেন, সতর্ক হোন। তাহলে বিপদ অনেকটা এড়িয়ে চলতে পারবেন।

এই চিহ্নের অর্থ, সামনে রেললাইন রয়েছে। কিন্তু সেখানে কোনও রেলকর্মী নেই। যাকে বলে আনগার্ডেড লেভেল ক্রসিং। এই ধরনের রেল লাইন পারাপার করার সময় চালকদের ভীষণ সাবধান থাকতে হয়। রেল লাইন পার করার আগে দু'দিক দেখে নিন, কোনও ট্রেন আসছে কি না।

অনেক রাস্তাতেই গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়। একটি নির্দিষ্ট গতি সীমার উপরে গাড়ি চালালে জরিমানা করা হয়। যখন আপনি এই চিহ্নটি দেখবেন, তার মানে গতি সীমা নিয়ন্ত্রণের এলাকা পেরিয়ে এসেছেন আপনি।

সাধারণত বর্ষাকালে কিংবা পাহাড়ি রাস্তায় এই ধরনের চিহ্ন দেখা যায়। এর অর্থ হল সামনে পিচ্ছিল রাস্তা রয়েছে। তাই গাড়ি সাবধানে চালান। নাহলে অযথা বিপদ ডেকে আনবেন।

এই চিহ্নটি যখনই দেখবেন, তখন ওভারটেক করার কথা ভুলেও ভাববেন না। এটির অর্থ, আপনি নো ওভারটেকিং জ়োনে আছেন। রাস্তার ওই অংশ দিয়ে ওভারটেক করা নিষিদ্ধ।

এই চিহ্নের মানে হল, গাড়ি একদিকেই চলবে। অর্থাৎ, ওয়ান ওয়ে রাস্তা। উল্টো দিক থেকে গাড়ি আসতে পারবে না।

এই চিহ্নটির মানে, ওই রাস্তা দিয়ে পথচারীরা যাতায়াত করতে পারবেন না। শুধুমাত্র গাড়ি চলাচলের জন্য ওই রাস্তা।

নীলের উপর লাল কালি দিয়ে ক্রস করা এই চিহ্নের মানে আপনি রাস্তার ওই এলাকায় গাড়ি থামাতে পারবেন না। এরকম চিহ্ন দেখলে, গাড়ি চালিয়ে যান এবং নিরাপদ স্থানে গিয়ে গাড়ি থামান। নাহলে পিছনের গাড়ি এসে ধাক্কা মারতে পারে।

এই চিহ্নটির মানে আপনাকে গাড়ি বাঁ দিকেই ঘোরাতে হবে। সোজা কিংবা ডানদিকে যদি রাস্তা থাকেও, তাও যেতে পারবেন না আপনি। নীলের উপর সাদা কালির তীর চিহ্ন দেওয়া থাকে। এক্ষেত্রে বাঁ দিকে রয়েছে। একইভাবে ডানদিকে বা সোজাও থাকতে পারে তীর চিহ্ন। সেক্ষেত্রে শুধুমাত্র সেই দিকেই আপনাকে গাড়ি ঘোরাতে হবে।

উল্টানো ত্রিভুজাকৃতির এই চিহ্নের মানে হল, গাড়ি আস্তে করুন এবং প্রয়োজন হলে গাড়ি থামান। সাধারণত কোনও রাস্তার মোড়ে এই ধরনের চিহ্ন থাকে। এই চিহ্ন দেখলে অবশ্যই আপনাকে প্রায়োরিটি হিসেবে অন্য গাড়িকে জায়গা করে দিতে হবে।