TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Nov 29, 2021 | 1:35 PM
জন্মদিন। সকলের জীবনেই কম-বেশি স্পেশ্যাল। ব্যতিক্রমী নন অভিনেত্রী হিয়া দেও। তবে এ বছরের জন্মদিন অনেক বেশি স্পেশ্যাল হিয়ার কাছে।
দিন কয়েক আগেই জন্মদিন কাটিয়েছেন হিয়া। সদ্য ফেসবুকে শেয়ার করেছেন ১৩তম জন্মদিন সেলিব্রেশনের বিভিন্ন ছবি।
সদ্য মুক্তি পেয়েছে হিয়ার প্রথম ছবি ‘নির্ভয়া’। জন্মদিনেও ছবির সাফল্য সেলিব্রেট করেছেন অভিনেত্রী।
জন্মদিনের দিন সকালে হল ভিজিটে গিয়েছিলেন হিয়া। সে কথা আগেই TV9 বাংলাকে জানিয়েছিলেন তিনি। সন্ধেবেলা বাড়িতে কাস্টমাইজ কেক কেটে সেলিব্রেট করেছেন পরিবার এবং বন্ধুদের সঙ্গে।
দোষীর শাস্তির জন্য দেশে আইন আছে। দিনের পর দিন আদালতে দোষীকে শাস্তি দেওয়ার জন্য মামলা চলে। কিন্তু কোনও অপরাধ যার উপর ঘটে যায়, সেই ভুক্তভোগীর জন্য কতটা ভাবি আমরা? অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘নির্ভয়া’ সেই গল্পই তুলে ধরেছে।
এই ছবিতে ডেবিউ করছেন হিয়া দে। টেলিভিশনের পর্দায় কখনও ‘পটলকুমার গানওয়ালা’, কখনও বা ‘আলো ছায়া’, কখনও ‘ফেলনা’ ধারাবাহিকে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। এ হেন হিয়ার এটাই প্রথম ছবি।
প্রথম ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই প্রশংসা পেয়েছেন হিয়া। ভবিষ্যতে তাঁকে আরও এই ধরনের কাজে দেখতে চান দর্শক।