Pitru Paksha 2022: পিতৃপক্ষে লোহার পাত্র ব্যবহার করা কি উচিত? তর্পণের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ নিয়ম
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Sep 09, 2022 | 10:37 PM
Iron Kadai in Pitru paksha: হিন্দু ক্যালেন্ডার অনুসারে, পিতৃপক্ষ আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা দিনে শুরু হয় এবং অমাবস্যা পর্যন্ত চলতে থাকে। পিতৃপক্ষে, লোকেরা আইন অনুসারে তাদের পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও তর্পণ করে।
1 / 7
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, পিতৃপক্ষ আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা দিনে শুরু হয় এবং অমাবস্যা পর্যন্ত চলতে থাকে। পিতৃপক্ষে, লোকেরা আইন অনুসারে তাদের পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও তর্পণ করে।
2 / 7
হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, পিতৃপক্ষে তর্পণে পূর্বপুরুষরা খুশি হলে পরিবারে সর্বদা সুখ থাকে। পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর পিতৃপক্ষ শুরু হচ্ছে আগামীকাল ১০ সেপ্টেম্বর থেকে।
3 / 7
এই শনিবার থেকে শুরু হচ্ছে এবারের পিতৃপক্ষ। শেষ হবে আগামী ২৫ সেপ্টেম্বর। পিতৃপক্ষ চলাকালীন কী কী করবেন, কী কী নিয়ম পালন করবেন, তা জেনে নিন...
4 / 7
লোহার পাত্র ব্যবহার করবেন না : এমনটা বিশ্বাস করা হয় যে ভুল করেও পিতৃপক্ষে পূর্বপুরুষদের জন্য তৈরি খাবারের জন্য লোহার পাত্র বা লোহার পাত্র ব্যবহার করা উচিত নয়। পিতৃপক্ষে লোহার পাত্র ব্যবহার করা অশুভ বলে মনে করা হয় এবং বলা হয় এতে পিতৃপুরুষরা ক্ষুব্ধ হন।
5 / 7
দান করা জরুরি: শাস্ত্র অনুসারে, পিতৃপক্ষের সময় ব্রাহ্মণদের খাবার খাওয়ানো হয়। এর পাশাপাশি পিতৃপুরুষের শান্তি ও আশীর্বাদের জন্যও দান করতে হবে। পিতৃপক্ষে শ্রাদ্ধ করার পর গরু ও কুকুরকেও খাবার দিতে হবে।
6 / 7
পিতৃপক্ষে, যদি কোনও বিবাহিত ব্যক্তি তার পূর্বপুরুষদের শ্রাদ্ধ করেন এবং মনে রাখবেন যে শ্রাদ্ধের সময় স্ত্রীর সঙ্গে থাকা আবশ্যক। স্ত্রী ছাড়া যেকোনও পুজো বা কাজ অসম্পূর্ণ বলে বিবেচিত হয়।
7 / 7
পিতৃপক্ষে, যদি কোনও বিবাহিত ব্যক্তি তার পূর্বপুরুষদের শ্রাদ্ধ করেন এবং মনে রাখবেন যে শ্রাদ্ধের সময় স্ত্রীর সঙ্গে থাকা আবশ্যক। স্ত্রী ছাড়া যেকোনও পুজো বা কাজ অসম্পূর্ণ বলে বিবেচিত হয়।