Pitru Paksha 2023: পিতৃদোষ কাটাতে এই ৫ জিনিস দান করুন মহিলারা, সংসার আসবে অপার সুখ-শান্তি-সমৃদ্ধি

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 22, 2023 | 6:55 PM

Hindu Rituals: পঞ্চাঙ্গ অনুসারে, এ বছর পিতৃপক্ষ শুরু হচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে। এই সময় পিতৃদোষ কাটাতে ও পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে মহিলারা যে যে পাঁচটি জিনিস দান করবেন, তা জেনে নিন এখানে...

1 / 9
পিতৃদোষ কাটাতে ও পূর্বপুরুষদের খুশি করতে মহালয়ার দিন হল একটি সেরা ও ভাল সুযোগ। পরিবারের উপর পূর্বপুরুষদের আশীর্বাদ বজায় রাখতে পিতৃপক্ষ শুরু হতেই তর্পন, পিণ্ডদান, শ্রাদ্ধ, ব্রাহ্মণভোজন করা হয়ে থাকে। এতে পূর্বপুরুষরা অত্যন্ত খুশি হোন, আশীর্বাদ প্রদান করেন, সংসারে আসে সমৃদ্ধি ও সুখ-শান্তি।

পিতৃদোষ কাটাতে ও পূর্বপুরুষদের খুশি করতে মহালয়ার দিন হল একটি সেরা ও ভাল সুযোগ। পরিবারের উপর পূর্বপুরুষদের আশীর্বাদ বজায় রাখতে পিতৃপক্ষ শুরু হতেই তর্পন, পিণ্ডদান, শ্রাদ্ধ, ব্রাহ্মণভোজন করা হয়ে থাকে। এতে পূর্বপুরুষরা অত্যন্ত খুশি হোন, আশীর্বাদ প্রদান করেন, সংসারে আসে সমৃদ্ধি ও সুখ-শান্তি।

2 / 9
অনেকের ধারণা, তর্পণ বা শ্রাদ্ধের কাজে মহিলাদের কোনও ভূমিকা নেই। সে কথা শাস্ত্রে কখনও কোথাও উল্লেখ নেই। যদি পরিবারে কোনও পুরুষ না থাকেন, তাহলে বাড়ির মেয়ে বা মহিলারা পিতৃপক্ষে তর্পন, শ্রাদ্ধ বা পিণ্ডদান করতে পারেন। পিতৃপক্ষে ৫টি জিনিস দান করলে পূর্বপুরুষরা অত্যন্ত খুশি হোন।

অনেকের ধারণা, তর্পণ বা শ্রাদ্ধের কাজে মহিলাদের কোনও ভূমিকা নেই। সে কথা শাস্ত্রে কখনও কোথাও উল্লেখ নেই। যদি পরিবারে কোনও পুরুষ না থাকেন, তাহলে বাড়ির মেয়ে বা মহিলারা পিতৃপক্ষে তর্পন, শ্রাদ্ধ বা পিণ্ডদান করতে পারেন। পিতৃপক্ষে ৫টি জিনিস দান করলে পূর্বপুরুষরা অত্যন্ত খুশি হোন।

3 / 9
এই ৫টি জিনিস দান করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হয়ে ধন, সম্পত্তি, বংশবৃদ্ধি, সুস্বাস্থ্যের আশীর্বাদ প্রদান করেন। তাঁদের কৃপায় পরিবারে কোনও অভাব বা ঘাটতি থাকে না। পূর্বপুরুষরা যদি রেগে যান, তাহলে পরিবারে অশান্তি, অসুস্থতা, আর্থিক ঘাটতি, নিঃসন্তানের মতো গুরুতর সমস্যা থাকে না।

এই ৫টি জিনিস দান করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হয়ে ধন, সম্পত্তি, বংশবৃদ্ধি, সুস্বাস্থ্যের আশীর্বাদ প্রদান করেন। তাঁদের কৃপায় পরিবারে কোনও অভাব বা ঘাটতি থাকে না। পূর্বপুরুষরা যদি রেগে যান, তাহলে পরিবারে অশান্তি, অসুস্থতা, আর্থিক ঘাটতি, নিঃসন্তানের মতো গুরুতর সমস্যা থাকে না।

4 / 9
পঞ্চাঙ্গ অনুসারে, এ বছর পিতৃপক্ষ শুরু হচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে। এই সময় পিতৃদোষ কাটাতে ও পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে মহিলারা যে যে পাঁচটি জিনিস দান করবেন, তা জেনে নিন এখানে...

পঞ্চাঙ্গ অনুসারে, এ বছর পিতৃপক্ষ শুরু হচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে। এই সময় পিতৃদোষ কাটাতে ও পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে মহিলারা যে যে পাঁচটি জিনিস দান করবেন, তা জেনে নিন এখানে...

5 / 9
কলা: পূর্বপুরুষদেরকে তুষ্ট করার জন্য পিতৃপক্ষে পাকা কলা দান করা উচিত। কলা হল একটি চিরসবুজ ফল ও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। বিষ্ণুর আশীর্বাদ পেতে কলা গাছেরও আরাধনা করা হয়। ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ধামের মালিক ও মোক্ষদাতা। কলার দান পেয়ে পিতৃপুরুষরা খুশি হন ও বংশধরদের আশীর্বাদ করে থাকেন।

কলা: পূর্বপুরুষদেরকে তুষ্ট করার জন্য পিতৃপক্ষে পাকা কলা দান করা উচিত। কলা হল একটি চিরসবুজ ফল ও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। বিষ্ণুর আশীর্বাদ পেতে কলা গাছেরও আরাধনা করা হয়। ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ধামের মালিক ও মোক্ষদাতা। কলার দান পেয়ে পিতৃপুরুষরা খুশি হন ও বংশধরদের আশীর্বাদ করে থাকেন।

6 / 9
দই: পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে তর্পণের সময় অবশ্যই দই দান করা উচিত। পিতৃপক্ষে দুধের চেয়ে দইয়ের গুরুত্ব বেশি। কাঁচা দুধকে ফুটিয়ে তারপর দই তৈরি করা হয়। পূর্বপুরুষরা দই পছন্দ করে। দই স্থিতিশীল ও জমাট হয়ে থাকে।এতে জীবনও স্থিতিশীল থাকে।

দই: পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে তর্পণের সময় অবশ্যই দই দান করা উচিত। পিতৃপক্ষে দুধের চেয়ে দইয়ের গুরুত্ব বেশি। কাঁচা দুধকে ফুটিয়ে তারপর দই তৈরি করা হয়। পূর্বপুরুষরা দই পছন্দ করে। দই স্থিতিশীল ও জমাট হয়ে থাকে।এতে জীবনও স্থিতিশীল থাকে।

7 / 9
পান: পিতৃপক্ষের পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য তর্পন বা শ্রাদ্ধে পান পাতা দান করা উচিত। পান দান করলে সংসারে ধন-সম্পদে পূর্ণ হতে পারে, ভরে উঠবে সুখ-সমৃদ্ধি।

পান: পিতৃপক্ষের পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য তর্পন বা শ্রাদ্ধে পান পাতা দান করা উচিত। পান দান করলে সংসারে ধন-সম্পদে পূর্ণ হতে পারে, ভরে উঠবে সুখ-সমৃদ্ধি।

8 / 9
সাদা মিষ্টি: পিতৃপক্ষে সাদা মিষ্টির দান পেলে পূর্বপুরুষরা খুশি হন। প্রেতমঞ্জরীতে উল্লেখ রয়েছে, মৃত্যুর পর আত্মা এক ভৌতিক অবস্থায় থাকে , অন্ধকারে অবস্থান করে। সাদা মিষ্টি প্রদান করলে পূর্বপুরুষরা বংশধরদের কখনও কষ্ট দেন না। সবদিক থেকে রক্ষা করে থাকেন। সাদা রঙ ইতিবাচকতার প্রতীক।

সাদা মিষ্টি: পিতৃপক্ষে সাদা মিষ্টির দান পেলে পূর্বপুরুষরা খুশি হন। প্রেতমঞ্জরীতে উল্লেখ রয়েছে, মৃত্যুর পর আত্মা এক ভৌতিক অবস্থায় থাকে , অন্ধকারে অবস্থান করে। সাদা মিষ্টি প্রদান করলে পূর্বপুরুষরা বংশধরদের কখনও কষ্ট দেন না। সবদিক থেকে রক্ষা করে থাকেন। সাদা রঙ ইতিবাচকতার প্রতীক।

9 / 9
দক্ষিণা: দক্ষিণা ছাড়া কোনও কিছুরই ফল পাওয়া প্রায় অসম্ভব।  তবে এখানে দক্ষিণা মানে সম্পদ বা অর্থ নয়। দক্ষিণা বলতে পূর্বপুরুষদের যে কোনও পাত্র যেমন বাটি, পাত্র, থালা ইত্যাদি দান করতে পারেন।

দক্ষিণা: দক্ষিণা ছাড়া কোনও কিছুরই ফল পাওয়া প্রায় অসম্ভব। তবে এখানে দক্ষিণা মানে সম্পদ বা অর্থ নয়। দক্ষিণা বলতে পূর্বপুরুষদের যে কোনও পাত্র যেমন বাটি, পাত্র, থালা ইত্যাদি দান করতে পারেন।

Next Photo Gallery