
দিল্লি: ভারতের রাজধানীর কোনও তুলনা হয় না। এই শহরের ইমারত, খাদ্য, বাজার পৃথিবীর অন্য কোনও দেশে পাওয়া যায় না। তবে দিল্লি নামক আরেকটি জায়গার অস্তিত্ব রয়েছে কানাডায়। যদিও ওই দিল্লিকে উচ্চারণ করা হয় 'দেল-হাই' বলে এবং জায়গাটি হার্ট অফ দ্য টাবাকু কানট্রি নামে বেশ জনপ্রিয়।

কোচি: কেরালার জনপ্রিয় শহর কোচিন বা কোচি। আরব সাগরের এই শহরকে কুইন অফ আরাবিয়ান সি বলা হয়। এই নামে এই পৃথিবীতেই রয়েছে আরেকটি শহর যা জাপানে অবস্থিত। দুটো শহরের মধ্যে মিল কোথায় জানেন? দুটোই সমুদ্র উপকূলবর্তী স্থানে গড়ে ওঠা শহর।

হায়দ্রাবাদ: ভারতে যে হায়দ্রাবাদ রয়েছে তার নামকরণ করা হয়েছিল এক নর্তকীর নামানুসারে, যিনি শহরের প্রতিষ্ঠাতার প্রিয় ছিলেন এবং যেটি পাকিস্তানে রয়েছে তার নাম করণ করা হয়েছে নবী মুহাম্মদ হায়দার আলির এক চাচাতো ভাইয়ের নামে। তবে দুটি শহরের মধ্যেই মোঘল সাম্রাজ্যের রাজকীয় ছোঁয়া রয়েছে।

লখনউ: ভারতে নবাবদের শহর লখনউ যার সৌন্দর্য, খাদ্য, ইমারত সবকিছুর মধ্যে এই শহরের ঐতিহ্য লুকিয়ে রয়েছে। অন্যদিকে, আমেরিকা যুক্তরাষ্ট্রের লখনউ বা ক্যাস্টেল ইন ক্লাউড ১৬ কক্ষ বা ৫৫০০ একরের মাউন্টেন এস্টেট ম্যানসন।

বালি: রাজস্থানের পলি জেলার ছোট্ট গ্রাম বালি। পর্যটকদের কাছেও জনপ্রিয় নয় এই গ্রাম। তবুও এই নামের আরেকটি জায়গা রয়েছে ইন্দোনেশিয়ায়। তবে ইন্দোনেশিয়ার বালি ভ্রমণপিপাসুদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।

থানে: মুম্বাইয়ের এই জায়গার নাম থানে হওয়ার পিছনে এখানকার সমুদ্রসৈকত দায়ী। কিন্তু আরেকটা থানে রয়েছে অস্ট্রেলিয়ায়। যদিও সেই স্থানের নামের পিছনের রহস্য জানা নেই।