বর্ষায় আরও সুন্দর হয়ে ওঠে দেশের এইসব পাহাড়ি অঞ্চল, দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 03, 2021 | 8:08 PM

ছয় ঋতুর মধ্যে অন্যতম সুন্দর হলো বর্ষা। সবুজ শ্যামলিমায় সুন্দর হয়ে ওঠে চারপাশ। ঘন সবুজে চোখ জুড়িয়ে যাবে আপনার। তাই বর্ষায় যদি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে বেছে নিন এই কয়েকটি জায়গায়।

1 / 7
ছয় ঋতুর মধ্যে অন্যতম সুন্দর হলো বর্ষা। সবুজ শ্যামলিমায় সুন্দর হয়ে ওঠে চারপাশ। ঘন সবুজে চোখ জুড়িয়ে যাবে আপনার। তাই বর্ষায় যদি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে বেছে নিন এই কয়েকটি জায়গায়।

ছয় ঋতুর মধ্যে অন্যতম সুন্দর হলো বর্ষা। সবুজ শ্যামলিমায় সুন্দর হয়ে ওঠে চারপাশ। ঘন সবুজে চোখ জুড়িয়ে যাবে আপনার। তাই বর্ষায় যদি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে বেছে নিন এই কয়েকটি জায়গায়।

2 / 7
মৌসিনরামের পর মেঘালয়ের চেরাপুঞ্জি ভারতের দ্বিতীয় আর্দ্রতম স্থান। বছরের প্রায় সবসময়ই বৃষ্টি হয় এখানে। তার ফলে চারপাশের প্রকৃতি অপরূপ রূপে সেজে ওঠে।

মৌসিনরামের পর মেঘালয়ের চেরাপুঞ্জি ভারতের দ্বিতীয় আর্দ্রতম স্থান। বছরের প্রায় সবসময়ই বৃষ্টি হয় এখানে। তার ফলে চারপাশের প্রকৃতি অপরূপ রূপে সেজে ওঠে।

3 / 7
ভান্ডারদারা, মহারাষ্ট্র- মহারাষ্ট্রের এই জায়গাও পর্যটকদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন। পশ্চিমঘাট পর্বতমালার সহ্যাদ্রি পর্বতের পাদদেশে রয়েছে মহারাষ্ট্রের এই অঞ্চল।

ভান্ডারদারা, মহারাষ্ট্র- মহারাষ্ট্রের এই জায়গাও পর্যটকদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন। পশ্চিমঘাট পর্বতমালার সহ্যাদ্রি পর্বতের পাদদেশে রয়েছে মহারাষ্ট্রের এই অঞ্চল।

4 / 7
পশ্চিমঘাট পর্বতের কোলে রয়েছে কর্নাটকের চিকমাগালুর। পাহাড় আর ঘন সবুজের মিশেলে চিকমাগালুরের প্রাকৃতিক সৌন্দর্য্য আপনাকে আকর্ষিত করবেই।

পশ্চিমঘাট পর্বতের কোলে রয়েছে কর্নাটকের চিকমাগালুর। পাহাড় আর ঘন সবুজের মিশেলে চিকমাগালুরের প্রাকৃতিক সৌন্দর্য্য আপনাকে আকর্ষিত করবেই।

5 / 7
বানস্বরা, রাজস্থান- রাজস্থানের এই জায়গাকে বলা হয় City of Hundred Islands। বাঁশ গাছ থেকে এই জায়গার নামকরণ করেছি। হ্রদ এবং নদীর সমন্বয়ে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য্য আপনাকে আকর্ষণ করবে। এখানকার মাহি নদী খুবই বিখ্যাত।

বানস্বরা, রাজস্থান- রাজস্থানের এই জায়গাকে বলা হয় City of Hundred Islands। বাঁশ গাছ থেকে এই জায়গার নামকরণ করেছি। হ্রদ এবং নদীর সমন্বয়ে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য্য আপনাকে আকর্ষণ করবে। এখানকার মাহি নদী খুবই বিখ্যাত।

6 / 7
মুসৌরি, উত্তরাখণ্ড- বর্ষাকালে কুইন অফ হিলসের সৌন্দর্য্য আলাদা মাত্রা পায়। মুসৌরির এই ঘন সবুজ পরিবেশ উপভোগ করতে ঘুরে আসুন মুসৌরি।

মুসৌরি, উত্তরাখণ্ড- বর্ষাকালে কুইন অফ হিলসের সৌন্দর্য্য আলাদা মাত্রা পায়। মুসৌরির এই ঘন সবুজ পরিবেশ উপভোগ করতে ঘুরে আসুন মুসৌরি।

7 / 7
অরুণাচল প্রদেশের তাওয়াং- পাহাড় ঘেরা এই অঞ্চলের সৌন্দর্য্য বর্ষায় এক আলাদাই মাত্রা পায়। ঘন সবুজে ছেয়ে যায় চারপাশ।

অরুণাচল প্রদেশের তাওয়াং- পাহাড় ঘেরা এই অঞ্চলের সৌন্দর্য্য বর্ষায় এক আলাদাই মাত্রা পায়। ঘন সবুজে ছেয়ে যায় চারপাশ।

Next Photo Gallery