
ঋষিকেশ- ভারতে যত ধরনের অ্যাডভেঞ্চার মূলক অ্যাক্টিভিটি হয়, তার বেশির ভাগই করার সুযোগ রয়েছে উত্তরাখণ্ডের ঋষিকেশে। এখানে আপনি বাঞ্জি জাম্পিংয়ের মাধ্যমে ৮৩ মিটার উচ্চতা থেকে হিমালয়ের সৌন্দর্য অন্বেষণ করতে পারবেন।

লোনাভলা- পুনের কাছেই অবস্থিত লোনাভলা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানেও আপনি বাঞ্জি জাম্পিং করতে পারবেন। ৪৫ মিটার উচ্চতা থেকে নীচে দেখার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন এখানে। এখানে বাঞ্জি জাম্পিং করার জন্য জনপ্রতি খরচ ২৫০০ টাকা।

ব্যাঙ্গালুরু- ব্যাঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে বাঞ্জি জাম্পিং করার সুযোগ রয়েছে। এখানে ২৫ মিটার উচ্চতায় বাঞ্জি জাম্পিং করা হয়। জনপ্রতি খরচ মাত্র ৪০০ টাকা।

গোয়া- গোয়ার অঞ্জুনা বিচে রয়েছে বাঞ্জি জাম্পিংয়ের সুযোগ। ২৫ মিটার উচ্চতায় এখানে বাঞ্জি জাম্পিং করা হয়। জনপ্রতি খরচ ৫০০ টাকা।

জগদলপুর- ছত্তীসগঢ়ে অবস্থিত ছোট্ট শহর জগদলপুর। এখানেও রয়েছে বাঞ্জি জাম্পিংয়ের সুযোগ। তবে এটি সম্পর্কে খুব কম মানুষই জানেন। এখানে ৩০ মিটার উচ্চতা থেকে বাঞ্জি জাম্পিং করা হয়। জনপ্রতি ৩০০ টাকা করে খরচ হয় বাঞ্জি জাম্পিং করতে।