গির জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য সাসানগির নামেও পরিচিত। গুজরাটের তালালা গিরের কাছে এর অবস্থান। এশিয়াটিক সিংহের জন্য সুখ্যাত।
মধ্যপ্রদেশের শেওপুর এবং মোরেনা জেলায় ১৩৩ বর্গ মাইল এলাকা জুড়ে অবস্থান করছে কুনো অভয়ারণ্য। গোয়ালিয়র থেকে ২০০ কিলোমিটার দূরের এই অভয়ারণ্যটিতে সিংহের দেখা পাওয়ার বেশ কিছু ঘটনা আছে।
প্রতাপগড়ের দক্ষিণ -পূর্ব অংশে অবস্থিত সীতা মাতা অভয়ারণ্য একটি সুরক্ষিত এলাকা যা সিংহের নিরাপদ বাসস্থান।
১৯৫৮ সালে চন্দ্রপ্রভা অভয়ারণ্যে সিংহ আনা হয়েছিল। তখন থেকে, অভয়ারণ্যটি শক্তিশালী প্রাণীদের আবাসস্থল।
কুম্ভলগড় অভয়ারণ্য সেই অভয়ারণ্যগুলির মধ্যে একটি যা সিংহের অবস্থান হিসেবে সুখ্যাত।
পোরবন্দর থেকে ১৫ কিলোমিটার দূরে, বারদা অভয়ারণ্য অবস্থিত। সিংহ দেখার জন্য এই অভয়ারণ্য অনুকূল এক জায়গা।