গরম পড়তেই শুরু হয়ে গিয়েছে এসি কেনার হিড়িক। বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকান ব্যাপক ছাড়ও দিচ্ছে।
আপনার কি নতুন এসি কেনার পরিকল্পনা রয়েছে? তাহলে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বিচার করা খুব জরুরি, নাহলে চড়চড়িয়ে উঠবে বিদ্যুতের বিল।
বাজারে বিভিন্ন ধরনের এসি পাওয়া যায়। ইনভার্টার, নন-ইনভার্টার এসি, দুটোই ব্যাপক বিক্রি হয়। তবে কোন এয়ার কন্ডিশনারে কম বিদ্যুতের বিল ওঠে জানেন?
ইনভার্টার এসি যদি দেখেন, তবে এতে রোটেশনাল স্পিড কম্প্রেসার থাকে, যা ঘরের তাপমাত্রা অনুযায়ী তার স্পিড সামঞ্জস্য রেখে বাড়ায় বা কমায়।
যখন ঘরের তাপমাত্রা একটা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে যায়, তখন এই এসির গতি কমে যায়। তবে তাপমাত্রা বজায় রাখার জন্য এসি চালু থাকে।
এই এসির সবথেকে বড় সুবিধা হল এতে কম বিদ্যুৎ খরচ হয়। তবে ইনভার্টার এসির দাম সাধারণ এসির থেকে একটু বেশি।
অন্যদিকে, নন-ইনভার্টার এসির কম্প্রেসার একটি নির্দিষ্ট গতিতেই কাজ করে। একটি তাপমাত্রায় পৌঁছনোর পর তা বন্ধ হয়ে যায়। তাপমাত্রা বাড়লে ফের এসি চালু হয়ে যায়।
নন-ইনভার্টার এসির সুবিধা হল এর দাম তুলনামূলকভাবে কম। তবে এই এসি-তে বিদ্যুৎ বেশি খরচ হয়। ফলে বিল বেশি আসে।