Peacock Plant Benefits: জীবনে দ্রুত সাফল্যের মুখ দেখতে আজই লাগান এই চিরসবুজ গাছ, রয়েছে মুকেশ অম্বানীর বাড়িতেও

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

May 12, 2023 | 2:21 PM

Vastu Tips For Home: প্রতিটি গাছ ও গাছের নিজস্ব গুরুত্ব রয়েছে। সেইরকমই ময়ূরপঙ্খী গাছও ঘরের মধ্যে পজিটিভিটি বজায় রাখুন। বাস্তুশাস্ত্র অনুসারে এই চিরসবুজ গাছকে খুবই শুভ বলে মনে করা হয়।

1 / 10
হিন্দুদের ঘরে তুলসী গাছ সবচেয়ে বেশি দেখা যায়। হিন্দুধর্মে তুলসী গাছের গুরত্ব ও মাহাত্ম্য বর্ণিতও রয়েছে। তবে বাস্তু ও জ্যোতিষমতে, ঘরের পরিবেশ সুন্দর রাখতে অমেকেই নানাধরনের গাছ লাগান।

হিন্দুদের ঘরে তুলসী গাছ সবচেয়ে বেশি দেখা যায়। হিন্দুধর্মে তুলসী গাছের গুরত্ব ও মাহাত্ম্য বর্ণিতও রয়েছে। তবে বাস্তু ও জ্যোতিষমতে, ঘরের পরিবেশ সুন্দর রাখতে অমেকেই নানাধরনের গাছ লাগান।

2 / 10
যার মধ্যে কোনওটির রয়েছে ঔষধি গুণাগুণ আবার কোনওটি শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করে। প্রতিটি গাছ ও গাছের নিজস্ব গুরুত্ব রয়েছে। সেইরকমই ময়ূরপঙ্খী গাছও ঘরের মধ্যে পজিটিভিটি বজায় রাখুন। বাস্তুশাস্ত্র অনুসারে এই চিরসবুজ গাছকে খুবই শুভ বলে মনে করা হয়।

যার মধ্যে কোনওটির রয়েছে ঔষধি গুণাগুণ আবার কোনওটি শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করে। প্রতিটি গাছ ও গাছের নিজস্ব গুরুত্ব রয়েছে। সেইরকমই ময়ূরপঙ্খী গাছও ঘরের মধ্যে পজিটিভিটি বজায় রাখুন। বাস্তুশাস্ত্র অনুসারে এই চিরসবুজ গাছকে খুবই শুভ বলে মনে করা হয়।

3 / 10
ময়ূরের পালকের মতো দেখতে পাতা থাকায় একে ময়ূরপঙ্খী গাছ বলা হয়। এছাড়া একে জ্ঞানের উদ্ভিদও বলা হয়। বিশ্বাস করা হয় যে এর পাতা বইয়ে রাখলে শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে।

ময়ূরের পালকের মতো দেখতে পাতা থাকায় একে ময়ূরপঙ্খী গাছ বলা হয়। এছাড়া একে জ্ঞানের উদ্ভিদও বলা হয়। বিশ্বাস করা হয় যে এর পাতা বইয়ে রাখলে শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে।

4 / 10
কখন, কীভাবে, কোন দিকে ও কোন মাসে এই গাছে চারা রোপণ করা ভাল, তা নিয়ে অনেকের কাছেই প্রশ্ন। বাড়ির অবস্থান অনুযায়ী যে কোন জায়গায় এই গাছ রোপন করতে পারেন। বাড়িতে এই গাছ লাগালে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

কখন, কীভাবে, কোন দিকে ও কোন মাসে এই গাছে চারা রোপণ করা ভাল, তা নিয়ে অনেকের কাছেই প্রশ্ন। বাড়ির অবস্থান অনুযায়ী যে কোন জায়গায় এই গাছ রোপন করতে পারেন। বাড়িতে এই গাছ লাগালে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

5 / 10
জোড়ায় জোড়ায় এর গাছ রোপণ করা খুবই ভালো বলে মনে করা হয়। বাড়ির প্রধান দরজায় লাগালে দেখতে বেশ সুদ্র দেখায়। বাড়ির প্রধান দরজায় জোড়ায় জোড়ায় গাছ লাগাতে পারেন। বাস্তু মতে এর গাছ বাড়িতে লাগানো খুব ভালো। এর জেরে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমে।

জোড়ায় জোড়ায় এর গাছ রোপণ করা খুবই ভালো বলে মনে করা হয়। বাড়ির প্রধান দরজায় লাগালে দেখতে বেশ সুদ্র দেখায়। বাড়ির প্রধান দরজায় জোড়ায় জোড়ায় গাছ লাগাতে পারেন। বাস্তু মতে এর গাছ বাড়িতে লাগানো খুব ভালো। এর জেরে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমে।

6 / 10
ময়ূর গাছ লাগালে ঘরে সুখ শান্তি ফিরে আসে। সেই সঙ্গে পরিবারের সদস্যদের জীবনে আশীর্বাদ বর্ষিত হয়। এই গাছ লাগালে ঘরে লক্ষ্মীর বাস হয়। অশান্তি থেকে দূরে থাকতে ঘরেও লাগাতে পারেন এই গাছ।

ময়ূর গাছ লাগালে ঘরে সুখ শান্তি ফিরে আসে। সেই সঙ্গে পরিবারের সদস্যদের জীবনে আশীর্বাদ বর্ষিত হয়। এই গাছ লাগালে ঘরে লক্ষ্মীর বাস হয়। অশান্তি থেকে দূরে থাকতে ঘরেও লাগাতে পারেন এই গাছ।

7 / 10
বাড়িতে ময়ূরপঙ্খী গাছ লাগালে পরিবারের সদস্যদের বুদ্ধি তীক্ষ্ণ হয়। এর ফলে শিশুদের মন দ্রুত কাজ করতে শুরু করে ও তাদের মন পড়ালেখায় মনোনিবেশ করতে সাহায্য করে। শিশুরা পরীক্ষায় দারুণ ফল করে থাকে। ঘরে এই গাছ লাগালে উচ্চশিক্ষা লাভেরও সুযোগ মেলে।

বাড়িতে ময়ূরপঙ্খী গাছ লাগালে পরিবারের সদস্যদের বুদ্ধি তীক্ষ্ণ হয়। এর ফলে শিশুদের মন দ্রুত কাজ করতে শুরু করে ও তাদের মন পড়ালেখায় মনোনিবেশ করতে সাহায্য করে। শিশুরা পরীক্ষায় দারুণ ফল করে থাকে। ঘরে এই গাছ লাগালে উচ্চশিক্ষা লাভেরও সুযোগ মেলে।

8 / 10
উত্তর বা পূর্ব দিকে এই সুন্দর দেখতে গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাস্তুমতে, বাড়ির প্রধান দরজার কাছে রাখতে পারেন, তাতে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। এর জেরে পরিবারের সদস্যদের মনে কোনও ধরনের ভয়, উদ্বেগের প্রবেশ করে না।

উত্তর বা পূর্ব দিকে এই সুন্দর দেখতে গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাস্তুমতে, বাড়ির প্রধান দরজার কাছে রাখতে পারেন, তাতে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। এর জেরে পরিবারের সদস্যদের মনে কোনও ধরনের ভয়, উদ্বেগের প্রবেশ করে না।

9 / 10
বিশ্বাস করা হয় যে, বাড়িতে একটি ময়ূরপঙ্খী গাছ লাগালে পারস্পরিক বিবাদের অবসান ঘটে। পাশাপাশি পরিবারে বজায় থাকে ঐক্যতা। জোড়ায় জোড়ায় ময়ূরপঙ্খী গাছ লাগালে দাম্পত্য জীবনও সুখের হয়।

বিশ্বাস করা হয় যে, বাড়িতে একটি ময়ূরপঙ্খী গাছ লাগালে পারস্পরিক বিবাদের অবসান ঘটে। পাশাপাশি পরিবারে বজায় থাকে ঐক্যতা। জোড়ায় জোড়ায় ময়ূরপঙ্খী গাছ লাগালে দাম্পত্য জীবনও সুখের হয়।

10 / 10
বাস্তু অনুসারে বাড়িতে গাছটি লাগান তাহলে এই গাছটি পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে লাগাতে পারেন। এভাবে গাছ লাগালে ঘরের অনেক দোষ কেটে যায়। ঘরের ভিতরে লাগালে সুখ, সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায় হু হু করে।

বাস্তু অনুসারে বাড়িতে গাছটি লাগান তাহলে এই গাছটি পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে লাগাতে পারেন। এভাবে গাছ লাগালে ঘরের অনেক দোষ কেটে যায়। ঘরের ভিতরে লাগালে সুখ, সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায় হু হু করে।

Next Photo Gallery