Vastu Tips: বাড়িতে পুঁতে ফেলুন অপরিসীম শক্তির অধিকারী এই ৭টি গাছ! বদলে যাবে আপনার জীবন
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jul 01, 2022 | 12:03 AM
Vastu tips for Trees: বাস্তুশাস্ত্র অনুসারে, কিছু গাছ আছে যেগুলি একজন ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। আবার বেশ কিছু গাছ আছে যা জীবনে আনে সুখ সমৃদ্ধির জোয়ার। তাই এই ধরনের গাছগুলি বাড়ির আশপাশে লাগালে গৃহে এবং পরিবারে সমৃদ্ধির বন্যা বয়ে যায়।
1 / 11
আধুনিক জীবন নগরকেন্দ্রিক। খুব সামান্য সময়ই আমাদের কাটে প্রকৃতির সান্নিধ্যে। অথচ সবুজ প্রকৃতির মধ্যে কিছুটা সময় অতিবাহিত করলে তা মানসিকভাবে আমাদের শান্তি প্রদান করে। শারীরিকভাবেও আমরা সতেজ হয়ে উঠি।
2 / 11
এই কারণেই বহু মানুষ তাদের ছোট্ট একফালি বাগানে বা বারান্দায় নানাবিধ গাছ লাগান। জানলে অবাক হবেন, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মধ্যে লাগানো গাছগুলি আমাদের জীবনেও বিশেষ প্রভাব ফেলে।
3 / 11
এমনকী বাস্তু মেনে গাছ লাগালে দুর্ভাগ্য দূরে সরে যায়। হিন্দুধর্মে এমন নানাবিধ গাছ রয়েছে যেগুলি বাড়িতে বসালে সৌভাগ্য আসে হাতের মুঠোয়। জীবন ভরে ওঠে সুখ ও সমৃদ্ধিতে। তবে সঠিক গাছ না চিনলে বিপদ।
4 / 11
সেক্ষেত্রে ভুল গাছ লাগানোর পরে তার নেতিবাচক প্রভাবে জীবন হয়ে উঠতে পারে অস্থির। তাই সঠিক গাছগুলিকে চিনে নিন।
5 / 11
তুলসী : প্রথমেই আসবে তুলসী গাছের নাম। হিন্দুধর্মে তুলসীর মাহাত্ম্য অনেক। মনে করা হয় তুলসীগাছ স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক। তাই উত্তর-পূর্ব কোণে তুলসী গাছ স্থাপন করলে তা জীবন করে তোলে ঐশ্বর্যমণ্ডিত। এমনকী প্রতিদিন স্নান করে তুলসী গাছে জল দিলে গ্রহের দোষ খণ্ডন হয়। পাপ ধুয়ে যায় ও বাস্তুতে কোনও দোষ থাকলে তাও প্রশমিত হয়। গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে গৃহ সম্পদে পরিপূর্ণ হয়।
6 / 11
লজ্জাবতী : অজ্ঞাতবাসের সময় লজ্জাবতী বৃক্ষের নীচেই অস্ত্র লুকিয়ে রেখেছিলেন পাণ্ডবরা। শনিদেবতার প্রিয় বৃক্ষ লজ্জাবতী গাছ। এই গাছ গৃহের বাইরে এমন এক জায়গায় লাগানো উচিত যাতে বাড়ির বাইরে বেরলেই ডানদিকে এই বৃক্ষ দৃষ্টিগোচর হয়। মনে করা হয় প্রতিদিন সর্ষের তেলে দিয়ে একটি প্রদীপ এই গাছের নীচে জ্বালালে গৃহে আনন্দের অভাব হয় না। লজ্জাবতীর আরাধনায় স্বাস্থ্য ভাল থাকে। পরিবারের সদস্যদের উন্নতি হয়।
7 / 11
আমলকী: লক্ষ্মী এবং নারায়ণের প্রিয় বৃক্ষ হল আমলকী। গৃহের উত্তর কিংবা উত্তর-পূর্ব কোণে এই গাছ লাগানো উচিত। প্রতিদিন এই গাছে জল দিলে ও পূজা করলে গৃহ ভরে ওঠে সুখ ও শান্তিতে। গৃহস্বামীর কখনওই অর্থের অভাব হয় না। দুঃখের নিবারণ ঘটে।
8 / 11
কলা গাছ: হিন্দুধর্মে কলাগাছের গুরুত্ব অপরিসীম। প্রতি বৃহঃস্পতিবারে কলাগাছের পূজা করলে তা অত্যন্ত শুভ ফল দেয়। গৃহের উত্তর-পূর্ব কোণে কলাগাছ বসালে তা গৃহে জ্ঞানের প্রবেশ ঘটায়, কারণ এই গাছ বৃহস্পতি গ্রহের প্রতিনিধি। বাড়িতে কলাগাছ লাগালে প্রভু বিষ্ণুও অত্যন্ত প্রসন্ন হন। ফলে গৃহে বসবাসকারীদের কখনওই শান্তি ও আনন্দের অভাব ঘটে না।
9 / 11
বেল গাছ : এই গাছও লাগানো উচিত বাড়ির উত্তর-পূর্ব কোণে। সেক্ষেত্রে ওই বাড়ির লোকেরা সবার দ্বারা সম্মানিত হন। আবার দক্ষিণ অথবা উত্তরদিকে এই গাছ বসালে শান্তি ও আনন্দ বাড়ে। মনে করা হয় বেল গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। ফলে এই গাছের পূজা করলে জীবন ভরে ওঠে সম্পদে।
10 / 11
শিউলি : বাস্তুশাস্ত্রে শিউলিগাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে বণর্না করা হয়েছে। মনে করা হয়, যে গৃহের উত্তর কিংবা উত্তর-পূর্ব দিকে শিউলি গাছ থাকে, সেই গৃহে মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান হন। কোনও গৃহের বাস্তুতে সমস্যা থাকলে উত্তর-পূর্ব দিকে শিউলি গাছ লাগানো উচিত। সেক্ষেত্রে বাস্তুর সকল নেতিবাচক প্রভাব কাটাতে পারে শিউলি গাছ।
11 / 11
জবা গাছ : জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং মঙ্গলের সঙ্গে সম্বন্ধ রয়েছে জবা গাছের। প্রতিদিন তামার ঘটিতে জবাফুল রেখে সূর্য দেবতার উদ্দেশ্যে জল দিলে তা জীবনে সম্মান আনে, স্বাস্থ্য ভালো করে। এছাড়া প্রতিদিন মা দুর্গাকে জবাফুল নিবেদন করলে জীবনের সব বাধা দূর হয়। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে অথবা দক্ষিণ দিকে জবা ফুলের গাছ বসালে তা গৃহের পক্ষে অত্যন্ত মঙ্গলের সূচনা করে।