Bangla NewsPhoto gallery PM Narendra Modi and French President Emanuel Macron in jaipur road show to chai pe charcha pics here
Pics: রাস্তার ধারে দোকানে বসে চা পান করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী মোদী, দেখুন ছবি
PM Modi-Macron: ফ্রান্সের প্রেসিডেন্টকে জয়পুরে স্বাগত জানিয়ে তাঁর সঙ্গে রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রনেতা এদিন জয়পুরে রোড শো করেন এবং হাওয়া মহলে গিয়ে সেলফি তোলেন। রাস্তার পাশে চায়ের দোকানে দুজনকে চা পান করতেও দেখা যায়। ম্যাক্রোঁর হাতে রাম মন্দিরের রেপ্লিকা তুলে দেন মোদী।