
শিশুদের সঙ্গে তাদের মতো করে মিশে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিশুরা তাঁকে তাদেরই একজন ভাবে। এদিন লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে রাখিবন্ধন উৎসবে সেই ছবিই দেখা গেল।

এদিন ছোট ছোট স্কুলছাত্রীরা প্রধানমন্ত্রীর হাতে রাখি পরায়। তাদের মুখের হাসি বুঝিয়ে দিচ্ছিল, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কতটা স্বাচ্ছন্দ্য।

এক ছাত্রী প্রধানমন্ত্রীকে 'যোদ্ধা, ত্রাতা' বলে বর্ণনা করে। কেউ আবার অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তোলে।

একজন খুদে প্রধানমন্ত্রীর জন্য ময়ূর রাখি এনেছে। আবার একজন বলল, বড় হয়ে সেও নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী হতে চায়।

একজনের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে।

একজন তো কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে একটা কবিতাও আবৃতি করে শোনাল প্রধানমন্ত্রীকে। শিশুদের সঙ্গে সেইসব আনন্দের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।

ব্রহ্ম কুমারী নামে একটি ধর্মীয় সংগঠনের সদস্যরাও এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন। তাঁরা প্রধানমন্ত্রীকে রাখি পরান।