PM Modi in Gujarat: ‘মা.. এটা শুধু একটা শব্দ নয়’, মায়ের শতবর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগঘন প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 18, 2022 | 10:02 AM

Hiraben Modi: বরাবরই প্রচারের থেকে দূরে, অতি সাধারণ জীবন কাটাতেই পছন্দ করেন হীরাবেন মোদী।

1 / 7
সকলের জীবনেই সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হন তাঁর মা। প্রথমবার হাঁটতে শেখাও যেমন মায়ের হাত ধরে, তেমনই জীবনের কঠিন মুহূর্তগুলিতেও নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ান মা-ই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর ব্যতিক্রম নন। তাঁর জীবনেও সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ তাঁর মা হীরাবেন মোদী।

সকলের জীবনেই সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হন তাঁর মা। প্রথমবার হাঁটতে শেখাও যেমন মায়ের হাত ধরে, তেমনই জীবনের কঠিন মুহূর্তগুলিতেও নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ান মা-ই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর ব্যতিক্রম নন। তাঁর জীবনেও সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ তাঁর মা হীরাবেন মোদী।

2 / 7
আজ, ১৮ জুন প্রধানমন্ত্রীর মায়ের জন্মদিন। ১০০ বছরে পা দিচ্ছেন তিনি। ১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে তিনি গুজরাটের গান্ধীনগরের কাছেই অবস্থিত রায়সান গ্রামে থাকেন। প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদীর সঙ্গে থাকেন হীরাবেন।

আজ, ১৮ জুন প্রধানমন্ত্রীর মায়ের জন্মদিন। ১০০ বছরে পা দিচ্ছেন তিনি। ১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে তিনি গুজরাটের গান্ধীনগরের কাছেই অবস্থিত রায়সান গ্রামে থাকেন। প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদীর সঙ্গে থাকেন হীরাবেন।

3 / 7
দেশের দায়িত্বভার কাঁধে থাকলেও, মায়ের জন্মদিনটি বিশেষভাবেই কাটাতে চান প্রধানমন্ত্রী। সেই কারণেই আজ গুজরাটে যাচ্ছেন তিনি। আজ সারাদিন মায়ের সঙ্গেই থাকবেন তিনি।

দেশের দায়িত্বভার কাঁধে থাকলেও, মায়ের জন্মদিনটি বিশেষভাবেই কাটাতে চান প্রধানমন্ত্রী। সেই কারণেই আজ গুজরাটে যাচ্ছেন তিনি। আজ সারাদিন মায়ের সঙ্গেই থাকবেন তিনি।

4 / 7
প্রধানমন্ত্রীর প্রিয় খাবার খিচুড়ি। গুজরাটে গেলেই দিনের অন্তত এক বেলা মায়ের সঙ্গে বসে খেতে ও সময় কাটাতে চান তিনি। তবে কর্মব্যস্ততার কারণে অনেক সময়ই তা সম্ভব হয়ে ওঠে না।

প্রধানমন্ত্রীর প্রিয় খাবার খিচুড়ি। গুজরাটে গেলেই দিনের অন্তত এক বেলা মায়ের সঙ্গে বসে খেতে ও সময় কাটাতে চান তিনি। তবে কর্মব্যস্ততার কারণে অনেক সময়ই তা সম্ভব হয়ে ওঠে না।

5 / 7
তবে জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলিতে মায়ের আশীর্বাদ অবশ্যই নেন তিনি। তা সে নিজের জন্মদিন হোক বা নির্বাচনের ফল।

তবে জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলিতে মায়ের আশীর্বাদ অবশ্যই নেন তিনি। তা সে নিজের জন্মদিন হোক বা নির্বাচনের ফল।

6 / 7
বরাবরই প্রচারের থেকে দূরে, অতি সাধারণ জীবন কাটাতেই পছন্দ করেন হীরাবেন মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একাধিকবার জানিয়েছেন যে, তাঁর মা চাকচিক্য-প্রচারের আলো থেকে দূরে থাকেন। মায়ের জীবনশিক্ষার কথাও একাধিকবার উঠে এসেছে প্রধানমন্ত্রীর কথায়।

বরাবরই প্রচারের থেকে দূরে, অতি সাধারণ জীবন কাটাতেই পছন্দ করেন হীরাবেন মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একাধিকবার জানিয়েছেন যে, তাঁর মা চাকচিক্য-প্রচারের আলো থেকে দূরে থাকেন। মায়ের জীবনশিক্ষার কথাও একাধিকবার উঠে এসেছে প্রধানমন্ত্রীর কথায়।

7 / 7
আজ ফের একবার মায়ের জীবনের বিশেষ দিনে, তাঁর স্নেহের পরশ পেতে গুজরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

আজ ফের একবার মায়ের জীবনের বিশেষ দিনে, তাঁর স্নেহের পরশ পেতে গুজরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

Next Photo Gallery