
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন পর্ব সাঙ্গ হয়েছে। চার রাজ্যেই বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। তবে জয়ের স্বাদ উপভোগ করার বদলে ফের কাজে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণেই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরদিনই নিজের রাজ্য গুজরাটে প্রচার সারতে পৌঁছলেন তিনি। কারণ চলতি বছরই সেই রাজ্যেও রয়েছে বিধানসভা নির্বাচন।

দুদিনের নির্বাচনী প্রচারে একাধিক কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রীর। তবে নিজের রাজ্য, নিজের শহরে আসবেন, অথচ মায়ের সঙ্গে দেখা করবেন না, এটা কখনও হতে পারে। সেই করোনা সংক্রমণ শুরুর আগে মায়ের সঙ্গে দেখা হয়েছিল। শুক্রবার রাতে তাই যাবতীয় কর্মসূচি সেরেই প্রধানমন্ত্রী ছুঁটলেন বাড়িতে, মায়ের সঙ্গে দেখা করতে।

মাঝে কেটে গিয়েছে দুই বছর। ইচ্ছে থাকলেও দেখা করতে পারেননি নিজের মায়ের সঙ্গে। তার অন্যতম কারণই হল করোনা সংক্রমণ। কর্মব্যস্ততার মাঝে তাই সময় বের করতে পারলেও, সাহস জুগিয়ে দেখা করতে আসতে পারেননি প্রধানমন্ত্রী।

গুজরাট সফরে এসে, প্রথমদিনেই মা হীরাবেন মোদীর সঙ্গে দেখা করতে গেলেন।প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদী, যার সঙ্গে তাঁদের মা থাকেন, শুক্রবার রাতে গান্ধীনগরের বাইরে অবস্থিত তাঁর বাড়িতেই যান নরেন্দ্র মোদী। রাত ৯টা নাগাদ পৌঁছেই প্রথমে মাকে প্রণাম করেন নরেন্দ্র মোদী।

এরপর কিছুক্ষণ গল্প করেন মায়ের সঙ্গে। দীর্ঘ দুই বছর ধরে জমা থাকা নানা কথা একান্ত আলাপচারিতায় ভাগ করে নেন মা-ছেলে।

একসঙ্গে দুজন খেতেও বসেন। প্রধানমন্ত্রী হলেও, তার খাবার বাকি পাঁচটা সাধারণ মানুষের মতোই। মা-ছেলে মিলে একসঙ্গে বসে খিচুড়ি খান।

প্রধানমন্ত্রী বাড়ি এসেছেন, এই খবর পেতেই এলাকাবাসীও ভিড় জমান তাঁকে একঝলক দেখার জন্য। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বাড়িতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।