Tokyo Olympics 2020: সিন্ধু-নীরজদের সঙ্গে মোদীর সাক্ষাৎ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 16, 2021 | 4:36 PM

ভারতীয় অ্যাথলিটরা (Indian athletes) টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সব থেকে সফল হয়েছেন। রিও অলিম্পিককে ছাপিয়ে টোকিও থেকে ৭টি পদক দেশকে এনে দিয়েছেন নীরজ-সিন্ধু-মনপ্রীতরা। আজ, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ভারতীয় অ্যাথলিটদের নিজের বাসভবনে আমন্ত্রন জানান। সেখানেই চুরমা-আইসক্রিম খেলেন নীরজ-সিন্ধুরা।

1 / 4
অলিম্পিকে যাওয়ার আগে ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুর সঙ্গে আইসক্রিম খাওয়ার কথা বলেন মোদী। আজ সেই কথা রাখলেন তিনি। নিজের বাসভবনে সিন্ধুকে আইসক্রিম খাওয়ালেন প্রধানমন্ত্রী। (সৌজন্যে-মন কী বাত আপডেটস টুইটার)

অলিম্পিকে যাওয়ার আগে ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুর সঙ্গে আইসক্রিম খাওয়ার কথা বলেন মোদী। আজ সেই কথা রাখলেন তিনি। নিজের বাসভবনে সিন্ধুকে আইসক্রিম খাওয়ালেন প্রধানমন্ত্রী। (সৌজন্যে-মন কী বাত আপডেটস টুইটার)

2 / 4
 ভারতকে সোনা এনে দেওয়া জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া চুরমা খেতে ভালোবাসেন। এই খবর জানার পর তাঁকে চুরমা খাওয়ান মোদী। প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে পছন্দের খাবারের সামনে হাসিমুখে নীরজ। (সৌজন্যে-মন কী বাত আপডেটস টুইটার)

ভারতকে সোনা এনে দেওয়া জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া চুরমা খেতে ভালোবাসেন। এই খবর জানার পর তাঁকে চুরমা খাওয়ান মোদী। প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে পছন্দের খাবারের সামনে হাসিমুখে নীরজ। (সৌজন্যে-মন কী বাত আপডেটস টুইটার)

3 / 4
 নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন টোকিওতে ব্রোঞ্জজয়ী হকি দলের সদস্যরা।(সৌজন্যে-মন কী বাত আপডেটস টুইটার)

নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন টোকিওতে ব্রোঞ্জজয়ী হকি দলের সদস্যরা।(সৌজন্যে-মন কী বাত আপডেটস টুইটার)

4 / 4
রবি দাহিয়া-বজরং পুনিয়াদের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন প্রধানমন্ত্রী।(সৌজন্যে-মন কী বাত আপডেটস টুইটার)

রবি দাহিয়া-বজরং পুনিয়াদের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন প্রধানমন্ত্রী।(সৌজন্যে-মন কী বাত আপডেটস টুইটার)

Next Photo Gallery