
টোকিও প্যারালিম্পিকে পদকজয়ী ভারতীয় প্যারা অ্যাথলিটদের সঙ্গে আজ দেখা করলেন নরেন্দ্র মোদী। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

টোকিও প্যারালিম্পিকে ছেলেদের ব্যাডমিন্টনের (Badminton) এসএল-৪ (SL4) বিভাগে রুপো (Silver) অর্জনকারী ভারতীয় প্যারা শাটলার সুহাস এল ইয়াথিরাজের (Suhas L Yathiraj) সঙ্গে সৌজন্য বিনিময় করলেন মোদী। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

টোকিওর মঞ্চে ভারতের প্যারা অ্যাথলিটদের লড়াইয়ের কথা তাঁদের মুখ থেকেই শুনলেন মোদী।(সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

টোকিওর মঞ্চে ভারতকে অভাবনীয় সাফল্য এনে দেওয়া কৃষ্ণ-সুমিতদের সঙ্গে আলাপচারিতায় ভারতের প্রধানমন্ত্রী। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)