CWG 2022: বার্মিংহ্যাম গেমসে নারীশক্তির জয়জয়কার, বাহবা মোদীরও

Commonwealth Games 2022: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে ভারতের তারকা অ্যাথলিটরা এ বার ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬১টি পদক এনে দিয়েছেন দেশকে। বার্মিংহ্যামে যাওয়া ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে নিজের বাসভবনে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তাঁর মুখে শোনা গিয়েছে কমনওয়েলথ গেমসে ভারতের নারীশক্তির দমের কথা।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 14, 2022 | 7:45 AM

1 / 7
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে ভারতের তারকা অ্যাথলিটরা এ বার ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬১টি পদক এনে দিয়েছেন দেশকে। বার্মিংহ্যামে যাওয়া ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে নিজের বাসভবনে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তাঁর মুখে শোনা গিয়েছে কমনওয়েলথ গেমসে ভারতের নারীশক্তির দমের কথা। (ছবি-পিটিআই)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে ভারতের তারকা অ্যাথলিটরা এ বার ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬১টি পদক এনে দিয়েছেন দেশকে। বার্মিংহ্যামে যাওয়া ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে নিজের বাসভবনে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তাঁর মুখে শোনা গিয়েছে কমনওয়েলথ গেমসে ভারতের নারীশক্তির দমের কথা। (ছবি-পিটিআই)

2 / 7
ভারতের মহিলা হকি দলের অধিনায়ক সবিতা পুনিয়ার হাত থেকে ভারতের প্লেয়ারদের সই করা জার্সি হাতে নিয়ে পোজ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছে ভারতের মহিলা হকি দল। (ছবি-পিটিআই)

ভারতের মহিলা হকি দলের অধিনায়ক সবিতা পুনিয়ার হাত থেকে ভারতের প্লেয়ারদের সই করা জার্সি হাতে নিয়ে পোজ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছে ভারতের মহিলা হকি দল। (ছবি-পিটিআই)

3 / 7
এ বারের কমনওয়েলথ গেমস থেকে সব চেয়ে বেশি পদক এসেছে কুস্তি থেকে। সোনাজয়ী মহিলা কুস্তিগির সাক্ষী মালিক, বিনেশ ফোগতের হাত থেকে কমনওয়েলথে যাওয়া কুস্তিগিরদের সই করা জার্সি নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। (ছবি-পিটিআই)

এ বারের কমনওয়েলথ গেমস থেকে সব চেয়ে বেশি পদক এসেছে কুস্তি থেকে। সোনাজয়ী মহিলা কুস্তিগির সাক্ষী মালিক, বিনেশ ফোগতের হাত থেকে কমনওয়েলথে যাওয়া কুস্তিগিরদের সই করা জার্সি নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। (ছবি-পিটিআই)

4 / 7
টোকিও অলিম্পিকে রুপো পাওয়া ভারতীয় ভারোত্তোলক মীরাবাঈ চানু বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। তাঁর মাথায় হাত রেখে তাঁর হাত থেকে কমনওয়েলথে যাওয়া ভারোত্তোলকদের সই করা জার্সি নিয়েছেন প্রধানমন্ত্রী। (ছবি-পিটিআই)

টোকিও অলিম্পিকে রুপো পাওয়া ভারতীয় ভারোত্তোলক মীরাবাঈ চানু বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। তাঁর মাথায় হাত রেখে তাঁর হাত থেকে কমনওয়েলথে যাওয়া ভারোত্তোলকদের সই করা জার্সি নিয়েছেন প্রধানমন্ত্রী। (ছবি-পিটিআই)

5 / 7
এ বারের কমনওয়েলথে অ্যাথলেটিক্সে ৮টি পদক পেয়েছে ভারত। তার মধ্যে মহিলাদের জ্যাভলিন থ্রো-তে ব্রোঞ্জ পেয়েছেন। এবং তাতেই ইতিহাসের পাতায় নাম তুলেছেন অন্নু। (ছবি-পিটিআই)

এ বারের কমনওয়েলথে অ্যাথলেটিক্সে ৮টি পদক পেয়েছে ভারত। তার মধ্যে মহিলাদের জ্যাভলিন থ্রো-তে ব্রোঞ্জ পেয়েছেন। এবং তাতেই ইতিহাসের পাতায় নাম তুলেছেন অন্নু। (ছবি-পিটিআই)

6 / 7
ভারতীয় তারকা বক্সার নিখাত জারিন এ বারের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। তাঁর বক্সিং গ্লাভস হাতে নিয়ে ছবি তুলেছেন মোদী। (ছবি-পিটিআই)

ভারতীয় তারকা বক্সার নিখাত জারিন এ বারের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। তাঁর বক্সিং গ্লাভস হাতে নিয়ে ছবি তুলেছেন মোদী। (ছবি-পিটিআই)

7 / 7
ভারতকে এ বার শুধু নিখাত-সাক্ষীরাই সোনা এনে দেননি। এই তালিকায় রয়েছেন প্যারা প্যাডলার ভাবিনা প্যাটেলও। তিনি কমনওয়েলথ গেমসে টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসের ক্লাস ৪-৫ এ সোনা জিতেছেন। (ছবি-পিটিআই)

ভারতকে এ বার শুধু নিখাত-সাক্ষীরাই সোনা এনে দেননি। এই তালিকায় রয়েছেন প্যারা প্যাডলার ভাবিনা প্যাটেলও। তিনি কমনওয়েলথ গেমসে টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসের ক্লাস ৪-৫ এ সোনা জিতেছেন। (ছবি-পিটিআই)