
মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, ৫ ফেব্রুয়ারি তিনি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেন।

দিল্লি বিধানসভা নির্বাচনের মাঝেই আজ উত্তর প্রদেশে মহাকুম্ভে যান প্রধানমন্ত্রী মোদী।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে প্রয়াগরাজে আসেন প্রধানমন্ত্রী মোদী। কুম্ভে পুণ্যস্নানের জন্য আলাদা ব্যবস্থা করা হয়।

লাল জামা, কালো ট্রাক প্য়ান্ট ও নীল মাফলার গলায় মহাকুম্ভে পুণ্যস্নান করতে নামেন প্রধানমন্ত্রী।

স্নানের শুরুতেই তিনি সূর্যকে জল দান করেন।

এরপর দড়ি ধরে গঙ্গায় ডুব দেন।

পুণ্যস্নানের পর গঙ্গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপ করতে দেখা যায়।

স্নান শেষে কুম্ভে আগত সাধু-সন্ন্যাসীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে কথা বলবেন।

মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে আধিকারিকদের সঙ্গেও আলোচনায় বসবেন তিনি।

মৌনি অমাবস্যায় পুণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী।

আজ মহাকুম্ভে ৩৭ লক্ষ পুণ্যার্থীর ডুব দেওয়ার কথা।