
নয়া দিল্লি: শহিদ দিবসে দেশের বিপ্লবীদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ কেন্দ্রের। আজ, বুধবার শহিদ দিবসে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করা হবে।

ফাইল ছবি

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, ব্রিটিশ শাসনকালে দেশের স্বাধীনতা সংগ্রামীদের কঠোর লড়াই ও আত্মবলিদানের ইতিহাসই তুলে ধরা হয়েছে।

১৯৪৭ সালে ভারত ব্রিটিশদের হাত থেকে যেভাবে স্বাধীনতা অর্জন করেছিল, তার আগের সংগ্রাম এবং স্বাধীনতাযোদ্ধাদের অবদানকে তুলে ধরতেই এই গ্যালারি তৈরি করা হয়েছে। ভার্চুয়াল অনুষ্ঠানেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিপ্লবী ভারত গ্যালারিতে ভারতের স্বাধীনতা সংগ্রামের পিছনে যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, তা যেমন তুলে ধরা হয়েছে, একইসঙ্গে স্বাধীনতা সংগ্রামের শুরু, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের তৈরি সংগঠন, আন্দোলনের বিস্তার, ভারতীয় সেনাবাহিনীর গঠন সহ একাধিক দিক তুলে ধরা হয়েছে এই গ্যালারিতে।

এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু সহ ভারতমাতার বীর সন্তানদের উদ্দেশ্যে শ্রদ্ধা অর্পণ করেছেন। টুইটে তিনি বলেন, মাতৃভূমিকে রক্ষা করতে দেশের স্বাধীনতা সংগ্রামীরা যেভাবে আত্মত্যাগ করেছেন, তা দেশের সাধারণ মানুষকে রোজ অনুপ্রাণিত করে।