Bangla NewsPhoto gallery PM Narendra Modi to launch historic torch relay for 44th Chess Olympiad
Chess Olympiad: নরেন্দ্র মোদীর হাত ধরে আজ চেজ অলিম্পিয়াডের টর্চ রিলের শুভ সূচনা
চেস অলিম্পিয়াডের (Chess Olympiad) প্রায় ১০০ বছরের ইতিহাসে এই প্রথম বার ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতা। আজ, রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৪৪তম চেজ অলিম্পিয়াডের টর্চ রিলের শুভ সূচনা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সভাপতি আরকাদি ডভোরকোভিচ প্রধানমন্ত্রীর হাতে মশালটি তুলে দেবেন। তারপর নরেন্দ্র মোদী এটি গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের হাতে তুলে দেবেন।