
আজ, রবিবার দিল্লিতে ৪৪তম চেজ অলিম্পিয়াডের টর্চ রিলের শুভ সূচনা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪০ দিন ধরে মোট ৭৫টি শহরের মধ্যে ঘুরবে এই চেজ অলিম্পিয়াডের মশালটি। ২৭ জুলাই গন্তব্যস্থল মহাবলীপুরমে পৌঁছবে। (ছবি-টুইটার)

চেজ অলিম্পিয়াডের ৪৪তম সংস্করণ সম্পর্কে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, 'দাবার জন্ম ভারতে। এর পর অন্যান্য দেশে দাবা ছড়িয়ে পড়ে। দেশে এই প্রথম বার অনুষ্ঠিত হতে চলা চেজ অলিম্পিয়াড দেশের যুবসমাজকে দাবার প্রতি আকর্ষিত করবে।' (ছবি-এএনআই টুইটার)

ভারতে অনুষ্ঠিত হতে চলা ৪৪তম চেজ অলিম্পিয়াডের মাসকটের নাম হল থাম্বি। এই অফিশিয়াল মাসকটটি হল বাদামি রংয়ের একটি ঘোড়া। যার পরনে রয়েছে সাদা জামা ও সাদা ধুতি। (ছবি-টুইটার)

২৮ জুলাই শুরু হবে চেস অলিম্পিয়াড। চলবে ১০ অগস্ট পর্যন্ত। ১৯০টি দেশের প্রায় ৩০০০ হাজার দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নেবেন। (ছবি-টুইটার)