TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee
Feb 26, 2023 | 6:19 PM
বহু প্রতীক্ষিত কর্নাটকের শিবামোগা বিমানবন্দরের দ্বারোদ্ঘাটন হতে চলেছে।
শিবামোগা বিমানবন্দর।
সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিবামোগা বিমানবন্দরের উদ্বোধন করবেন।
কর্নাটকের শিবামোগা বিমানবন্দরটি উপর থেকে দেখতে পদ্মফুলের মতো দেখতে হলেও সাইড থেকে আবার অন্য লুকস।
রাতের আলোয় দূর থেকে শিবামোগা বিমানবন্দরটি দেখলে মনে হবে, যেন বিলাসবহুল কোনও হোটেল।
শুধু বাইরের লুকস নয়, শিবামোগা বিমানবন্দরের ভিতরটিও একেবারে প্রাসাদের মতো।
সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিবামোগা বিমানবন্দরটির দ্বারোদ্ঘাটন করার পরই সেটি খুলে দেওয়া হবে।
এই বিমানবন্দরটির ফলে শিবামোগা সহ মানল্যান্ড অঞ্চলের আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ দৃঢ় হবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী।