
হরিয়ানার রামপাল কাশ্যপ নামে এক ব্যক্তি ১৪ বছর আগে শপথ নিয়েছিলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত জুতো পরবেন না তিনি। সেই রামপালকে নিজের হাতে জুতো এগিয়ে দিলেন মোদী।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোককল্যাণ মার্গে রাখিবন্ধন উৎসব। সেখানে এক শিশুকন্যা প্রধানমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেন। সেই শিশুকন্যার সঙ্গে খুনসুটিতে মগ্ন মোদী।

'পরীক্ষা পে চর্চা ২০২৫'-এ পড়ুয়াদের মাঝে প্রধানমন্ত্রী মোদী। নয়াদিল্লির সুন্দর নার্সারিতে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় মগ্ন তিনি।

প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোককল্যাণ মার্গে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও তাঁর পরিবার। আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সন্তানদের সঙ্গে মেতে উঠলেন মোদী।

উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিবেণী সঙ্গমে ডুব দেন তিনি।

বিহারে এনডিএ-র বিপুল জয়ের পর নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যামেরাবন্দি হয় তাঁর গামছা ঘোরানোর মুহূর্ত।

হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্প একটি বই উপহার দেন মোদীকে।

শিশুদের সঙ্গে বিভিন্ন সময় খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তেমনই একটি ছবি।

SCO সম্মেলনের জন্য চিনের তিয়ানজিং প্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তামিলনাড়ু গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরে মোদী। পুজো দেন তিনি।

নয়াদিল্লির লালকেল্লায় ৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরে ধর্মধ্বজা উত্তোলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বাসভবনে বিশ্বকাপজয়ী ভারতের মহিলা ক্রিকেট টিম। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনাদের সঙ্গে নানা আলোচনায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পড়ুয়াদের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্তীসগঢ়ের রায়পুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুললেন পড়ুয়ারা।