PM Narendra Modi: প্রিয় ও পছন্দের খাবার কী কী? সোশ্যাল মিডিয়ায় খোদ জানিয়েছেন প্রধানমন্ত্রী
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Sep 17, 2021 | 6:36 PM
৭১ বছর বয়সেও খাবার প্রতি ভালবাসা ত্যাগ করতে পারেননি। খিচুড়ি থেকে লিট্টি চোখা পর্যন্ত এখনও তৃপ্তি করে উপভোগ করেন। কথা বলছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাবারের অভ্যাস নিয়ে।
1 / 8
প্রতিবছর জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করে, আশীর্বাদ নিয়ে ঘরের তৈরি খাবারের স্বাদ নেন তিনি। ভারতীয় খাবারে প্রতি তাঁর যে অমোঘ ভালবাসা, তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রকাশ পায়।
2 / 8
প্রকৃত সমালোচকের অভাব দেশে, দাবি মোদীর।
ফাইল চিত্র
3 / 8
গুজরাটি থালি তাঁর প্রথম পছন্দ। ভারতীয় খাবার হিসেবে তাওয়া রুটি, ডাল, সবজি ও সালাদ তিনি পছন্দ করেন।
4 / 8
শৈশব থেকেই আমের প্রতি দুর্বলতা রয়েছে তাঁর। আম গাছ থেকে পাকা আম পেড়ে তা হাতে করে খাওয়ার যে অন্য আনন্দ তা বলিউডের অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে এক সাক্ষাত্কারের সময় জানিয়েছিলেন।
5 / 8
ভারতীয় খাবারের মধ্যে লিট্টি চোখা অন্য়তম পছন্দের একটি খাবার। সুযোগ পেলেই বিহারের এই বিখ্যাত খাবার দিয়ে লাঞ্চ সেরে ফেলেন তিনি। সঙ্গে চাই অবশ্যই এক কাপ গরম চা।
6 / 8
সপ্তাহে দুবার তাঁর পাতে ড্রামস্টিক পরোটা থাকবেই। এমনকি এই রান্নার রেসিপিও তাঁর জানা।
7 / 8
একটি সাক্ষাত্কারে তিনি খিচুড়ির প্রতি ভাললাগার কথা জানিয়েছিলেন। কেরিয়ারের গোড়ার দিতে তাঁর ব্যস্ততম সময়ে মাঝরাতে খিচুড়িই ছিল একমাত্র খাবার।
8 / 8
খাবার খাওয়ার পাশাপাশি ফিট থাকতে তিনি ভালবাসেন। যোগাব্যায়াম তো রয়েছেই, শরীরকে সুস্থ রাখতে প্রচুর পরিমানে জল খান তিনি। নবরাত্রির ৯দিন তিনি উপবাস রাখে। সেইসময় তিনি গরমজল প্রতিদিন পান করেন।