Purvanchal Expressway Photo: আজই উদ্বোধন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের, যোগী রাজ্যে খুলছে যোগাযোগের নয়া দিগন্ত

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 16, 2021 | 10:26 AM

Photo Gallery: আপাতত এই এক্সপ্রেসওয়েতে যাতায়াতের জন্য কোনও টোল জনগণকে দিতে হবে না।

1 / 6
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার উত্তর প্রদেশে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। দুপুরে দেড়টায় এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। ৩৪১ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার উত্তর প্রদেশে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। দুপুরে দেড়টায় এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। ৩৪১ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে।

2 / 6
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এই এক্সপ্রেসওয়ে’তে নির্মিত ৩.২ কিলোমিটার দীর্ঘ এয়ারস্ট্রিপে ভারতীয় বিমানবাহিনী এয়ার শো বা বিমান প্রদর্শনী প্রত্যক্ষ করবেন। উল্লেখ্য, এই এয়ারস্ট্রিপ এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে আপৎকালীন পরিস্থিতিতে বাহিনীর যুদ্ধ বিমান ওঠা-নামা করতে পারে।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এই এক্সপ্রেসওয়ে’তে নির্মিত ৩.২ কিলোমিটার দীর্ঘ এয়ারস্ট্রিপে ভারতীয় বিমানবাহিনী এয়ার শো বা বিমান প্রদর্শনী প্রত্যক্ষ করবেন। উল্লেখ্য, এই এয়ারস্ট্রিপ এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে আপৎকালীন পরিস্থিতিতে বাহিনীর যুদ্ধ বিমান ওঠা-নামা করতে পারে।

3 / 6
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ৩১৪ কিলোমিটার। লখনউ জেলার চৌরসরাই গ্রাম থেকে শুরু হয়ে ৩১ নম্বর জাতীয় মহাসড়কে হায়দরিয়া গ্রামে গিয়ে এক্সপ্রেসওয়ে শেষ হবে। ছ’ লেন বিশিষ্ট এই এক্সপ্রেসওয়েটি ভবিষ্যতে ৮ লেন বিশিষ্ট করার পরিকল্পনা রয়েছে।

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ৩১৪ কিলোমিটার। লখনউ জেলার চৌরসরাই গ্রাম থেকে শুরু হয়ে ৩১ নম্বর জাতীয় মহাসড়কে হায়দরিয়া গ্রামে গিয়ে এক্সপ্রেসওয়ে শেষ হবে। ছ’ লেন বিশিষ্ট এই এক্সপ্রেসওয়েটি ভবিষ্যতে ৮ লেন বিশিষ্ট করার পরিকল্পনা রয়েছে।

4 / 6
সোমবারই এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনী প্রসঙ্গে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘উত্তর প্রদেশের উন্নয়নে দিনটি বিশেষ। দুপুর দেড়টায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন হবে। উত্তর প্রদেশের আর্থিক ও সামাজিক বিকাশে এই প্রকল্পের বিশেষ ভূমিকা থাকবে।’

সোমবারই এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনী প্রসঙ্গে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘উত্তর প্রদেশের উন্নয়নে দিনটি বিশেষ। দুপুর দেড়টায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন হবে। উত্তর প্রদেশের আর্থিক ও সামাজিক বিকাশে এই প্রকল্পের বিশেষ ভূমিকা থাকবে।’

5 / 6
এই এক্সপ্রেসওয়ে নির্মাণ খাতে ব্যয় হয়েছে প্রায় ২২ হাজার ৫০০ কোটি টাকা। নবনির্মিত এই এক্সপ্রেসওয়ে পূর্ব উত্তর প্রদেশের লখনউ, বারাবাঁকি, আমেথি, অযোধ্যা, সুলতানপুর, আম্বেদকরনগর, আজমগড়, মৌ এবং গাজিপুর জেলার আর্থিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলে আশাবাদী কেন্দ্র।

এই এক্সপ্রেসওয়ে নির্মাণ খাতে ব্যয় হয়েছে প্রায় ২২ হাজার ৫০০ কোটি টাকা। নবনির্মিত এই এক্সপ্রেসওয়ে পূর্ব উত্তর প্রদেশের লখনউ, বারাবাঁকি, আমেথি, অযোধ্যা, সুলতানপুর, আম্বেদকরনগর, আজমগড়, মৌ এবং গাজিপুর জেলার আর্থিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলে আশাবাদী কেন্দ্র।

6 / 6
এই এক্সপ্রেসওয়ে ধরে লখনউ থেকে গাজিপুর ৫-৬ ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকেও আগরা-লখনউ এক্সপ্রেসওয়ের মতো ভারতীয় বায়ু সেনার বিমানের আপদকালীন অবতরণের জন্য রানওয়ে হিসাবে ব্যবহার করা যাবে। সুলতানপুর জেলায় ভারতীয় বায়ু সেনার তেজস্বী সব লড়াকু বিমান অবতরণের জন্য ৩.২ কিলোমিটার রানওয়ে করা হয়েছে।

এই এক্সপ্রেসওয়ে ধরে লখনউ থেকে গাজিপুর ৫-৬ ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকেও আগরা-লখনউ এক্সপ্রেসওয়ের মতো ভারতীয় বায়ু সেনার বিমানের আপদকালীন অবতরণের জন্য রানওয়ে হিসাবে ব্যবহার করা যাবে। সুলতানপুর জেলায় ভারতীয় বায়ু সেনার তেজস্বী সব লড়াকু বিমান অবতরণের জন্য ৩.২ কিলোমিটার রানওয়ে করা হয়েছে।

Next Photo Gallery