Aleksandra Lisowska: ইউরো ম্যারাথনে সোনা পোল্যান্ডের অ্যাথলিটের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 16, 2022 | 7:45 AM

কেরিয়ারের প্রথম পদক। তাও সোনার। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যারাথনে সোনা জিতলেন পোল্যান্ডের আলেকসান্দ্রা লিসোয়াস্কা।

1 / 5
জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যারাথন। মেয়েদের ইভেন্টে সোনা জিতলেন আলেকসান্দ্রা লিসোয়াস্কা। (ছবি : ইন্সটাগ্রাম)

জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যারাথন। মেয়েদের ইভেন্টে সোনা জিতলেন আলেকসান্দ্রা লিসোয়াস্কা। (ছবি : ইন্সটাগ্রাম)

2 / 5
আলেকসান্দ্রা দৌড় সম্পূর্ণ করেন ২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। রুপো পান ক্রোয়েশিয়ার পার্লভ কোস্ত্রো। মাত্র ৭ সেকেন্ড সময় বেশি নেন। ব্রোঞ্জ পান নেদারল্য়ান্ডসের নিয়েঙ্কা ব্রিঙ্কম্যান। তিনি ১০ সেকেন্ড বেশি সময় নেন। (ছবি : ইন্সটাগ্রাম)

আলেকসান্দ্রা দৌড় সম্পূর্ণ করেন ২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। রুপো পান ক্রোয়েশিয়ার পার্লভ কোস্ত্রো। মাত্র ৭ সেকেন্ড সময় বেশি নেন। ব্রোঞ্জ পান নেদারল্য়ান্ডসের নিয়েঙ্কা ব্রিঙ্কম্যান। তিনি ১০ সেকেন্ড বেশি সময় নেন। (ছবি : ইন্সটাগ্রাম)

3 / 5
আলেকসান্দ্রাকে সোনা জিততে কতটা চ্য়ালেঞ্জে পড়তে হয়েছে এর থেকেই পরিষ্কার। (ছবি : ইন্সটাগ্রাম)

আলেকসান্দ্রাকে সোনা জিততে কতটা চ্য়ালেঞ্জে পড়তে হয়েছে এর থেকেই পরিষ্কার। (ছবি : ইন্সটাগ্রাম)

4 / 5
এর আগে ২০২০ বিশ্ব অ্যাথলেটিক্সের হাফ ম্যারাথনে অংশ নিয়েছিলেন আলেকসান্দ্রা লিসোয়াস্কা। (ছবি : ইন্সটাগ্রাম)

এর আগে ২০২০ বিশ্ব অ্যাথলেটিক্সের হাফ ম্যারাথনে অংশ নিয়েছিলেন আলেকসান্দ্রা লিসোয়াস্কা। (ছবি : ইন্সটাগ্রাম)

5 / 5
তারও আগে ২০১১ সালে অনূর্ধ্ব ২৩ ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও অংশ নেন। অবশেষে কেরিয়ারের প্রথম পদক জিতলেন আলেকসান্দ্রা। (ছবি : ইন্সটাগ্রাম)

তারও আগে ২০১১ সালে অনূর্ধ্ব ২৩ ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও অংশ নেন। অবশেষে কেরিয়ারের প্রথম পদক জিতলেন আলেকসান্দ্রা। (ছবি : ইন্সটাগ্রাম)

Next Photo Gallery