TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস
Jan 17, 2022 | 9:20 PM
উত্তর ২৪ পরগনা: প্রথমে বিতণ্ডা। কথা কাটাকাটি হতেই মার পুলিশের। তার পর টেনেহিঁচড়ে, প্রায় ঠেলতে ঠেলতে এক ব্যক্তিকে তোলা হল পুলিশ ভ্যানে। যাঁকে আটক করা হল তিনিও পুলিশ। তবু কোভিডবিধি ভাঙার দায়ে ছাড় পেলেন না তিনিও। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায়।
মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছিলেন এক পুলিশ কর্মী। সঙ্গে ছিলেন স্ত্রীও। রাস্তায় তাঁদের আটকায় পুলিশ। কেন মুখে মাস্ক নেই, এই প্রশ্ন করলে খানিক তর্কাতর্কিতে জড়ান ওই পুলিশ কর্মী। তার পর তাঁকে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে আটক করে দেগঙ্গা থানার পুলিশ।
এলাকায় করোনা সংক্রমণ উর্ধ্বমুখী। আগামী মঙ্গলবার থেকে তাই দেগঙ্গায় কড়া নির্দেশিকা জারি হচ্ছে। ১৮ জানুয়ারি থেকে দফায় দফায় সপ্তাহে দুদিন করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এলাকার সমস্ত দোকানপাট, হাট-বাজার বন্ধ থাকছে। আর তার প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের।
এদিন দেগঙ্গা দেগঙ্গার এসডিপিও সৌমজিৎ বড়ুয়া, আইসি অজয় কুমার সিং বিশাল পুলিশবাহিনী নিয়ে বেড়াচাঁপা বাদুড়িয়া রাস্তার মোড়ে মাইকিং করে করোনা নিয়ে মানুশকে সচেতন করছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান।
ঠিক সেই সময় এক পুলিশকর্মী স্ত্রীকে বাইকে করে নিয়ে যাচ্ছিলেন ওই রাস্তায়। তাঁদের মুখে মাস্ক ছিল না। আইসি অজয় কুমার সিং তাঁকে দাঁড় করান। কেন মাস্ক পরেননি, তার কারণ জিজ্ঞাসা করতেই পুলিশের বচসায় জড়িয়ে পড়েন তিনি। এর পর শুরু ধ্বস্তাধস্তি। এমনকী তাঁকে মারধর করে পুলিশের গাড়িতে তোলা হয় এবং পরে আটক করা হয়। পরে জানা গিয়েছে, ওই ব্যক্তি রাজ্য পুলিশের কনস্টেবল। কোনও এক মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর দায়িত্বে রয়েছেন। তবে আইনের চোখে সবাই সমান। তাই শাস্তি উনিও পেয়েছেন, জানাচ্ছে পুলিশ।