বাইশকে বিদায় জানিয়ে তেইশকে বরণ করে নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। নতুন বছরের শুরুতে এখনও পার্টি মুডে রয়েছেন অনেকেই। ক্রিসমাস, বাইশের শেষ ও তেইশকে বরণ করে নেওয়ার সময় পার্টিতে মেতেছিলেন বার্সেলোনার তারকা রবার্ট লেওয়ানডস্কিও। (ছবি - অ্যানা লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)
তেইশ বরণের পার্টিতে জমিয়ে নাচতে দেখা গিয়েছে পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কিকে। তবে লেওয়ানডস্কি একাই নাচেননি। তাঁর সঙ্গে আসর জমান তাঁর সুন্দরী স্ত্রী অ্যানা লেওয়ানডস্কিও। (ছবি - অ্যানা লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)
সদ্য বর্ষবরণের পার্টিতে জমিয়ে নেচেছেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো রীতিমতো ভাইরালও হয়েছে। অনেকেই বার্সা তারকার এই প্রতিভার কথা জানত না। তা এ বার প্রকাশ্যে। (ছবি - ইন্সটাগ্রাম)
বছর ৩৪-এর রবার্ট লেওয়ানডস্কি বয়সকে তুড়ি মেরেই, প্রতিভা দেখিয়েছেন। রীতিমতো পার্টির ডান্স ফ্লোর মাতিয়ে রেখেছিলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাঁর স্ত্রী অ্যানা। (ছবি - ইন্সটাগ্রাম)
উল্লেখ্য, রবার্ট লেওয়ানডস্কির স্ত্রী অ্যানা লেওয়ানডস্কি হলেন পোল্যান্ডের ফিটনেসের মুখ। অ্যানা ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন ও পেশায় একজন নিউট্রিশনিস্ট। ফলে তিনি যেমন ফিট, তেমনই তিনি রবার্টকেও গাইড করে থাকেন। (ছবি - অ্যানা লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)
অ্যানার সঙ্গে রবার্ট লেওয়ানডস্কির বিয়ে হয় ২০১৩ সালে। জানা গিয়েছে, তাঁদের প্রথম দেখা ২০০৮ সালে। পাঁচ বছর ডেটিং করার পর, একে অপরকে বিয়ে করেন রবার্ট ও অ্যানা। (ছবি - অ্যানা লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)
রবার্ট লেওয়ানডস্কি ও অ্যানার দুই কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালে তাঁদের প্রথম কন্যাসন্তান ক্ল্যারা লেওয়ানডস্কির জন্ম। ২০২০ সালে তাঁদের দ্বিতীয় কন্যাসন্তান লরা লেওয়ানডস্কির জন্ম। স্ত্রী ও দুই কন্যাসন্তানকে নিয়ে ভরা সংসার লেওয়ানডস্কির। (ছবি - অ্যানা লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)