Meme On Nitish Kumar : বিহারে ফের ইউ টার্ন নীতীশের, হাজারো মিমের বন্যা সোশ্য়াল মিডিয়ায়
Meme On Nitish Kumar : বিহারে সরকারের পালাবদল হয়েছে। ২০১৫ সালের পুনরাবৃত্তি হয়েছে সে রাজ্যে। বিজেপির হাত ছেড়ে পুনরায় আরজেডির সঙ্গে সরকার গঠন করেছেন নীতীশ কুমার। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মিমের বন্যা বয়ে গিয়েছে।