আজ নয়, অনেক বছর আগে থেকেই কিন্তু ভারতীয় ফ্যাশনে চলে আসছে পোলকা ডট। জিনাত আমন থেকে দীপিকা পাড়ুকোন- পোলকা ডটের প্রেমে পড়েছেন সকলেই। অভিনেত্রী থেকে সাধারণ মানুষ সবার মধ্যেই কিন্তু খুব জনপ্রিয় হল এই ফ্যাশন ট্রেন্ড। গরম বড়লেই বাজারে চল বাড়ে পোলকা ডটের জামার। গ্রীষ্ম আর বসন্তের এই মধ্যবর্তীকালীন সময়েই কিন্তু সবচেয়ে বেশি চলে এই পোলকা ডট।
কিন্তু এই পোলকা ডটের আবিষ্কার ঠিক কবে হয়েছিল জানেন কি? ১৭০০ দশকে সেলাই মেশিন আবিষ্কারের পর থেকে দর্জিরা ফ্যাব্রিকের উপর গোলাকার বিন্দু তৈরি করার চেষ্টা করেছিলেন। সেই সময় শিল্প বিপ্লবও চলছিল। এরপর ১৮০০ দশকে এই ডটগুলিকেই পোলকা নাম দেওয়া হয়েছিল।
১৯০০ শতকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় এই পোলকা ডট। আমেরিকায় তখন সাঁতারের পোশাকেও ছিল এই পোলকা ডট।
শাড়ি, টপ থেকে ড্রেস সবেতেই কিন্তু দেখতে বেশ ভাল লাগে এই পোলকা ডট। সাদার উপর গাঢ় লাল, কালো, সবুজ পোলকা ডট কিন্তু দেখতে বেশ লাগে। সাদা শাড়িতে কালো পোলকাও খুব স্মার্ট লাগে দেখতে। পোলকা ডটের সঙ্গে পরতে পারেন হাই হিল। এই ডট দেওয়া টপের সঙ্গে রাফেল হাতা দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।
পোলকা ডটের সালোয়ার কামিজও এখন ট্রেন্ডিং। সেই সঙ্গে পোলকার হেয়ার অ্যাকসেসরিজও এখন বেশ চলছে। আর তাই গরমে ফ্যাশনে থাকতে বেছে নিন পলকা ডট। পরেও আরাম পাবেন।