কমলা রঙের বডিস্যুটে উষ্ণতা চড়িয়েছেন পূজা হেগড়ে। মালদ্বীপে খোশ মেজাজে সমুদ্রস্নানে ব্যস্ত অভিনেত্রী।
গোলাপি বিকিনির সঙ্গে ফ্রিঞ্জ জ্যাকেট। স্পষ্ট হয়ে উঠেছে পূজার টোনড চেহারা।
ফ্যাশনিস্তা পূজা। সাদা প্লাজোর সঙ্গ হল্টার ব্রালেট। স্পষ্ট আওয়ারগ্লাস চেহারা।
পূজার পরনে সাদা বিকিনি। সবুজের সঙ্গে মিশে গিয়েছে অভিনেত্রীর জ্যাকেট।
ছুটির মেজাজে রয়েছেন তিনি। পরনে একেবারে সাধারণ স্যুইম স্যুট আর খুব পাতলা কাপড়ের জ্যাকেট।
তাঁর সাম্প্রতিক ছবিগুলো ভক্তদের মধ্যে বেশ শোরগোল ফেলেছে। ইতিমধ্যেই সোশ্যাল সাইটগুলোতে ছড়িয়ে পড়েছে পূজার এই অনবদ্য কিছু ছবি।