Cristiano Ronaldo: সৌদির ক্লাবে প্রথম অ্যাসিস্ট রোনাল্ডোর, জিতল আল নাসের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 18, 2023 | 11:59 AM

Al Nassr: সৌদি প্রো লিগে (Saudi Pro League) আল তাউনের (Al Taawoun) বিরুদ্ধে নিজে গোল পাননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে দলের জোড়া গোলের পেছনে অবদান রয়েছে তাঁর। সৌদির ক্লাবে প্রথম অ্যাসিস্ট করেছেন রোনাল্ডো। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আল নাসের।

1 / 8
সৌদি প্রো লিগে (Saudi Pro League) আল তাউনের (Al Taawoun) বিরুদ্ধে নিজে গোল করতে পারেননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে দলের জয়ে তাঁর বিশেষ অবদান রয়েছে। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফেসবুক)

সৌদি প্রো লিগে (Saudi Pro League) আল তাউনের (Al Taawoun) বিরুদ্ধে নিজে গোল করতে পারেননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে দলের জয়ে তাঁর বিশেষ অবদান রয়েছে। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফেসবুক)

2 / 8
সৌদির ক্লাব আল নাসেরের হয়ে প্রথম অ্যাসিস্ট করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল তাউনের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতেছে আল নাসের। সতীর্থদের দিয়ে দু'টি গোলই করিয়েছেন রোনাল্ডো। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফেসবুক)

সৌদির ক্লাব আল নাসেরের হয়ে প্রথম অ্যাসিস্ট করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল তাউনের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতেছে আল নাসের। সতীর্থদের দিয়ে দু'টি গোলই করিয়েছেন রোনাল্ডো। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফেসবুক)

3 / 8
ম্যাচের ১৭ মিনিটের মাথায় মাঝ মাঠে দুই দলের ফুটবলাররা বল দখলের লড়াইয়ে ব্যস্ত ছিলেন। তেমন সময় রোনাল্ডোর সামনে আসে বল। তিনি নিজে গোল না করে বল বাড়িয়ে দেন আব্দুলরহমান ঘারিবের দিকে। বিপক্ষের জালে বল জড়াতে কোনও ভুল করেননি ঘারিব। (ছবি-আল নাসের টুইটার)

ম্যাচের ১৭ মিনিটের মাথায় মাঝ মাঠে দুই দলের ফুটবলাররা বল দখলের লড়াইয়ে ব্যস্ত ছিলেন। তেমন সময় রোনাল্ডোর সামনে আসে বল। তিনি নিজে গোল না করে বল বাড়িয়ে দেন আব্দুলরহমান ঘারিবের দিকে। বিপক্ষের জালে বল জড়াতে কোনও ভুল করেননি ঘারিব। (ছবি-আল নাসের টুইটার)

4 / 8
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ২ মিনিটের মধ্য়ে আল তাউনকে সমতায় ফেরান স্প্যানিশ ফুটবলার আলভারো মেদরান। ৪৭ মিনিটে স্কোরলাইন হয় ১-১। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফেসবুক)

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ২ মিনিটের মধ্য়ে আল তাউনকে সমতায় ফেরান স্প্যানিশ ফুটবলার আলভারো মেদরান। ৪৭ মিনিটে স্কোরলাইন হয় ১-১। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফেসবুক)

5 / 8
৭৮ মিনিটের মাথায় আল নাসের জার্সিতে দ্বিতীয় অ্যাসিস্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আবদুল্লাহ মাদুকে গিয়ে এ বার গোল করান সিআর সেভেন। (ছবি-আল নাসের টুইটার)

৭৮ মিনিটের মাথায় আল নাসের জার্সিতে দ্বিতীয় অ্যাসিস্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আবদুল্লাহ মাদুকে গিয়ে এ বার গোল করান সিআর সেভেন। (ছবি-আল নাসের টুইটার)

6 / 8
সৌদি প্রো লিগে এখনও অবধি ১৭টি ম্যাচে খেলে ১২টি জয়, ৪টি ড্র ও ১টি হারের পর ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে আল নাসের। নতুন বছরে নতুন ক্লাবের জার্সিতে সেরাটা উজাড় করে দিতে মরিয়া সিআর সেভেন। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফেসবুক)

সৌদি প্রো লিগে এখনও অবধি ১৭টি ম্যাচে খেলে ১২টি জয়, ৪টি ড্র ও ১টি হারের পর ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে আল নাসের। নতুন বছরে নতুন ক্লাবের জার্সিতে সেরাটা উজাড় করে দিতে মরিয়া সিআর সেভেন। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফেসবুক)

7 / 8
আল নাসেরের হয়ে প্রতি ম্যাচেই চমক দেখানোর চেষ্টা করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফেসবুক)

আল নাসেরের হয়ে প্রতি ম্যাচেই চমক দেখানোর চেষ্টা করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফেসবুক)

8 / 8
দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরে খুশি সিআর সেভেন। সোশ্যাল মিডিয়ায় আল তাউনের বিরুদ্ধে জয়ের পর ছবি শেয়ার করে দলকে উদ্বুদ্ধও করেছেন রোনাল্ডো। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফেসবুক)

দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরে খুশি সিআর সেভেন। সোশ্যাল মিডিয়ায় আল তাউনের বিরুদ্ধে জয়ের পর ছবি শেয়ার করে দলকে উদ্বুদ্ধও করেছেন রোনাল্ডো। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফেসবুক)

Next Photo Gallery