
দক্ষিণী ছবিতে জনপ্রিয় নাম অনুষ্কা শেট্টি। ৪০ অতিক্রান্ত হয়েছে বছর কয়েক আগেই। তবে এখনও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। প্রভাসের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গেলেও মাঝে শোনা যায় তিনি অন্য কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন।

দীর্ঘদিন ধরে বাহুবলী ও অনুষ্কা শেট্টির সম্পর্ক চর্চায়। তবে একটা সময়ের পর শোনা যায় তাঁদের মধ্যে সম্পর্ক আর নেই। তাঁরা বিয়ে করছেন না।

অনুষ্কার জীবনে নাকি এসেছেন নতুন পুরুষ। শোন যায় বিয়ে করবেন তিনি শীঘ্রই। পাত্র কে? জ্যোতিষী জগন্নাথ গুরুজি একবার জানিয়েছিলেন, ২০২৩-এই অনুষ্কার বিয়ে করার পক্ষে আদর্শ সময়।

তাঁর মতে অনুষ্কার বিয়ে যোগ ইন্ডাস্ট্রির বাইরে কোনও পাত্রের সঙ্গেই বেশি। তবে তেমনটা ঘটেনি। অনুষ্কা এখনও অবিবাহিত। তবে তিনি যে প্রভাসের সঙ্গে সম্পর্কে নেই তা এতদিনে স্পষ্ট।

জ্যোতিষি আরও জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রির কারও সঙ্গে বিয়ে হলে অনুষ্কা যতটা না খুশি হবেন, তাঁর চেয়েও বেশি ভাল থাকবেন বিনোদন দুনিয়র বাইরে কাউকে বিয়ে করলে।

গুঞ্জন উঠেছিল, দুবাইয়ের কোনও এক ব্যবসায়ীর সঙ্গে নাকি তাঁর সম্পর্ক আছে। তাঁর গলাতেই নাকি মালা পরাবেন অনুষ্কা। তবে সেলিব্রিটি জ্যোতিষী মতে অ্যারেঞ্জ ম্যারেজেই ঝুঁকবেন অনুষ্কা।

যদিও নতুন সঙ্গীর আগমন ঘটবে কিনা অনুষ্কার জীবনে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে প্রভাসের জীবনে নাকি উঁকি দিয়েছিল নতুন প্রেম।

তিনি হলেন কৃতি স্যানন। যদিও প্রকাশ্যে তিনি জানিয়ে দিয়েছিলেন কৃতির সঙ্গে তাঁর তেমন কোনও সম্পর্ক নেই। কৃতিরও মত তাই।