TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Mar 02, 2023 | 1:52 PM
বাহুবলি ছবির পর থেকেই সম্পর্কের জল্পনা ওঠে তুঙ্গে। শোনা গিয়েছিল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস ও অনুষ্কা শেট্টি। তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ যে ঠিক কতটা গভীর ছিল, এক কথায় বলাই বাহুল্য।
ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁদের পর্দার কেমিস্ট্রি। একটি ছবি করার পর থেকেই তাঁদের নিয়ে সিনে পাড়ায় শুরু হয়ে যায় চর্চা। তাঁরা নাকি একে অপরকে মন দিয়েছিলেন।
এমন খবরের জেরে একসঙ্গে বহু ছবির প্রস্তাবও আসতে শুরু করে তাঁদের কাছে। যদিও তাঁরা প্রকাশ্যে একে অপরের সঙ্গে দেখা করতেন, মেলামেশা করতেন। এরপরই শোনা যায় তাঁরা বিয়ে করতে চলেছেন।
তবে হঠাৎ করে যেন সবটা শেষ। রাতারাতি সবটাই ঠাণ্ডা হয়ে যায় তৃতীয় ব্যক্তির আগমনে। বহু ছবি তাঁরা একসঙ্গে করেছিলেন। তবে বিচ্ছেদের পর তাঁরা একে অন্যের থেকে মুখ ফিরিয়ে নেননি।
বরং ভাল বন্ধু বলেই নিজেদের পরিচয় দিতে পছন্দ করতেন তাঁরা। কয়েকদিনের মধ্যেই শোনা যায় দক্ষিণের এক বড় স্টারের সঙ্গে প্রেম করছেন অনুষ্কা শেট্টি। এরপর আরও স্পষ্ট হয়ে যায় তাঁদের সম্পর্কের বিচ্ছেদের খবর।
তবে কেবল অনুষ্কার জীবনেই নয়, প্রেমের জল্পনা ওঠে প্রভাসের জীবনেও। কৃতি স্যাননের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা ছিল তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই সম্পর্কের খবর।
তবে তাও খুব বেশিদিন দানা বাঁধেনি। প্রভাস প্রথম থেকেই নিজের সম্পর্কের বিষয় খুব একটা খোলামেলা আলোচনা পছন্দ করতেন না। তাই এবারও তার ব্যতিক্রম ঘটল না। তাই হাজার চর্চা সত্ত্বেও এখন ঠিক কার সঙ্গে ডেট করছেন প্রভাস তা অজানাই থেকে গেল।