Bangla News Photo gallery Prabhas, Vijay Deverakonda, Suriya are South superstars, but failed to make an impact in Hindi films
South Superstars Failed: দক্ষিণের সুপারস্টার, কিন্তু হিন্দি বলয়ে ব্যর্থ এই নায়করা
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Sep 12, 2022 | 7:00 AM
South Superstars Failed: বিজয় দেবেরাকোন্ডা, সুরিয়া অভিনীত দক্ষিণের ছবি হিন্দিতে করে বলিউড হিরোরা সফল, কিন্তু এই হিরোরা হিন্দি ডেবিউ করে দর্শক মন জয় করতে ব্যর্থ।
1 / 6
বিজয় দেবেরাকোন্ডা, সুরিয়া, প্রভাস, রাম চরণ অভিনীত দক্ষিণের ছবি হিন্দিতে ডাব করে সুপারহিট, কিন্তু এই হিরোরা হিন্দি ডেবিউ করে দর্শক মন জয় করতে ব্যর্থ। সদ্য বিজয় দেবেরাকোন্ডা লাইগার ছবি দিয়ে বলিউড ডেবিউ করলেন। সিনেমা থেকে প্রচার, সবেতেই তিনি প্রচুর পরিশ্রম করেছেন, তাও সিনেমা দর্শক মন জয় করতে ব্যর্থ।
2 / 6
সুরিয়া দক্ষিণের সুপারস্টার। তাঁর অভিনীত হিন্দি ডাব ছবি প্রবল জনপ্রিয়। এমনকী সুরিয়া অভিনীত ছবি যেমন, সিংঘম হিন্দিতে করে অজয় দেবগণ হিট। কিন্তু সেই সুরিয়া ২০১০ সালে হিন্দি ডেবিউ করেন রক্ত চরিত্র ২ দিয়ে, সেই ছবি কোনও প্রভাব বিস্তার করেনি দর্শক মনে।
3 / 6
বহুবলী ছবি শুধু ভারতে নয়, সারা বিশ্বে সারা ফেলেছিল। ছবি নায়ক প্রভাস রাতারাতি জাতীয় হিরো। বলিউড তাঁকে নিয়ে ছবি করতে হুড়মুড়িয় পড়ল। কিন্তু সাহো (ডেবিউ) থেকে রাধে শ্যাম কোনও হিন্দি ছবিই সেইভাবে প্রভাস বিস্তার করতে পারল না জাতীয়স্তরে।
4 / 6
রাম চরণ দক্ষিণের সুপারস্টার। চিরঞ্জীবী ছেলের ‘আরআরআর’ সিনেমা সারা ভারতে ঝড় তুলেছে। কিন্তু এই রাম চরণ যখন জঞ্জির সিনেমা দিয়ে ২০১৩ সালে বলিউড ডেবিউ করেন, তা মুখ থুবড়ে পড়ে। ছবিতে নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
5 / 6
মালায়ালাম সুপারস্টার পৃথ্বীরাজ বলিউডে রানি মুখোপাধ্যায়ের বিপরীতে আইয়া ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন। সেই ছবি নিয়ে যত কম কথা বলা যায়, ততই ভাল। রানি নিজেও বোধহয় মনে রাখতে চাইবেন না এই ছবি, পৃথ্বীরাজও নন।
6 / 6
সেয়ান বিক্রম দক্ষিণের সুপারস্টার। তিনি ২০১০ সালে ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে রাবণ ছবিতে ডেবিউ করেন। ছবিতে নেগেটিভ চরিত্রে ছিলেন অভিষেক বচ্চন। এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।