
২০২২ সালে বার্মিংহ্যামে হওয়া কমনওয়েলথ গেমসে ভল্টের ফাইনালে ওঠার জন্য কোয়ালিফায়ারে প্রথম বারের প্রচেষ্টায় প্রণতি ১৩.৬০০ পয়েন্ট অর্জন করেন। তারপর দ্বিতীয় বারের চেষ্টায় প্রণতি পান ১২.৯৫০ পয়েন্ট। ফলে তাঁর গড় পয়েন্ট গিয়ে দাঁড়ায় ১৩.২৭৫।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে আর্টিস্টিক ভল্টের ফাইনালে উঠে ভারতকে পদক এনে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক।

এর পর বার্মিংহ্যামে আর্টিস্টিক ভল্টের ফাইনালে প্রথম প্রয়াসে প্রণতি ১৩.৬৩৩ পয়েন্ট অর্জন করেন। তারপর দ্বিতীয় প্রয়াসে তিনি অর্জন করেন ১১.৭৬৬ পয়েন্ট। ফলে দুটি প্রয়াসের পর প্রণতির গড় পয়েন্ট গিয়ে দাঁড়ায় ১২.৬৯৯। তবে ভল্টের ফাইনালে তিনি শেষ করেন ৫ নম্বরে।

টোকিও অলিম্পিকের ব্যর্থতা কমনওয়েলথ গেমসে পদক জিতে পুষিয়ে নিতে চেয়েছিলেন ভারতীয় জিমন্যাস্ট প্রণতি নায়েক। কিন্তু বাইশের কমনওয়লেথ গেমস থেকেও খালি হাতে ফিরতে হয়েছে প্রণতিকে।

পিংলার মেয়ে প্রণতি এর আগে ২০১৪ এবং ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন। ওই দু'বারও পদক জোটেনি প্রণতির কপালে।

২০২২ সালে প্রণতির ঝুলিতে একটি সোনা এসেছে ৩৬তম জাতীয় গেমস থেকে। বাইশে সুরাটে হওয়া জাতীয় গেমসে জিমন্যাস্টিকে সোনা জিতেতেন বাংলার প্রণতি।