
জীবনসঙ্গী বাছার সময় অনেকের অনেক কিছু মাথায় ঘোরে। কারও একটা ভুল সিদ্ধান্ত জীবন ছারখার করে দেয়। তাই জীবনসঙ্গী বাছার সময় বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হয়।

বৃন্দাবনের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের কাছে রোজ ভিড় করেন তাঁর হাজার হাজার ভক্ত। নিজের আশ্রমে তিনি সকলের সমস্যার কথা শোনেন। তিনি চেষ্টা করেন, তাঁর কাছে যে যা সমস্যা নিয়ে আসেন, তাঁদের সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার উপায় বলে দেওয়ার।

প্রেমানন্দ মহারাজের কাছে একবার এক মহিলা প্রশ্ন করেন, তাঁর পরিবার ওই মহিলার বিয়ে দিতে চাইছেন। কী দেখে তিনি একজনকে বিয়ে করবেন?

প্রেমানন্দ মহারাজ ওই মহিলার প্রশ্নের উত্তরে জানান যে, প্রতিটি ব্যক্তির জন্মের আগেই ঈশ্বর ঠিক করে দেন যে, কার কোন ব্যক্তির সঙ্গে বিয়ে হবে। ফলে এই বিষয়টা নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই।

প্রেমানন্দ মহারাজ এও জানান যে, ভগবানের আশীর্বাদ থাকলেই কোনও জুটি তৈরি হয়। আর জীবনে যখন সঠিক সময় আসে, সেই সময় প্রত্যেকে তাঁর জীবনসঙ্গী খুঁজে পায়।

এই সকল কথা বলার পাশাপাশি প্রেমানন্দ মহারাজ এও জানিয়েছেন যে, যদি কেউ নিজের আকাঙ্খা পূরণ করার মতো জীবনসঙ্গী পেতে চান, তা হলে সেই ব্যক্তি উপোস করতে পারেন।

এ ছাড়া মনের মতো জীবনসঙ্গী পাওয়ার জন্য উপোস করার সঙ্গে সঙ্গে মহাদেবের আরাধনা করার কথাও জানিয়েছেন প্রেমানন্দ মহারাজ। এমনটা মেনে চললে জীবনে কাঙ্খিত জীবনসঙ্গী পাওয়া যায়, বলেছেন তিনি।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।