
তিন দিনের আমেরিকা সফরে গতকাল মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Narendra Modi)। হোয়াইট হাউসে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার মতো কোয়াড ভুক্ত দেশ (Quad countries) গুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রী। সাম্প্রতিক আফগানিস্তান পরিস্থিতিতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চলতি সফরে গতকাল পাঁচ মার্কিন সংস্থার সিইওদের সঙ্গে ভারতে বিনিয়োগ নিয়ে বৈঠক করেন নরেন্দ্র মোদী। দেখে নিন সেই বৈঠকের ছবি

১) ব্ল্যাকস্টোনের (Blackstone) সিইও স্টিফেন এ শোয়ার্জম্যানের (Stephen A Schwarzman) সঙ্গে বৈঠক করেন মোদী। ব্ল্যাকস্টোনের সিইওর সঙ্গে বৈঠকে তাঁকে ভারতে বিনিয়োগের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। দেশে জাতীয় পরিকাঠমো গঠনের ক্ষেত্রে শোয়ার্জম্যানের সংস্থাকে বিনিয়োগে জোর দেন নরেন্দ্র মোদী। ছবি- টুইটার

২) নিজের সফরে জেনারেল অ্যাটোমিকের (General Atomic) ভারতীয় বংশোদ্ভূত সিইও বিবেক লালের সঙ্গেও বৈঠক হয় প্রধানমন্ত্রীর। ড্রোন প্রযুক্তি ব্যবহার ভারতে যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। প্রতিরক্ষা ক্ষেত্রকে শক্তিশালী করার ব্যাপারে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে ভারত সরকার যে নতুন নীতি গ্রহন করেছে, তাঁর প্রশংসা করেন লাল। ছবি- টুইটার

৩) আমেরিকা সফরে ফার্স্ট সোলারের (First Solar) সিইও মার্ক উইডমারের সঙ্গে মুখোমুখি হন নরেন্দ্র মোদী। সেখানে উইডমারকে তিনি বলেন সৌর শক্তিকে কার্যকরী রূপে ব্যবহারের ক্ষেত্রে কাজ করছে ভারত। উইডমারও মোদীকে ভারতে সোলার পাওয়ার ইকুইপমেন্টের ক্ষেত্রে নিজের পরিকল্পনার কথা জানান। ছবি- টুইটার

৪) বিশ্ববিখ্যাত সংস্থা অ্যাডোবের (Adobe) সিইও শান্তনু নারায়ণের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শান্তনু নারায়ণ সেরা আমেরিকান কোম্পানি গুলির সিইওদের মধ্যে অন্যতম। মোদীর সঙ্গে বৈঠকে নারায়ণ টিকাকরণ নিয়ে ভারতের পদক্ষেপের প্রশংসা করেন। ভারতের সঙ্গে বিভিন্ন প্রকল্পে কাজ করার ক্ষেত্রে নারায়ণকে আবেদন করেন প্রধানমন্ত্রী। ছবি- টুইটার

৫) স্মার্টফোনের বিখ্যাত প্রসেসর নির্মাতা সংস্থা কোয়ালকমের (Qualcomm) সিইও ক্রিশচানো অ্যামনের সঙ্গে বৈঠক হয় মোদীর। ভারতে বিনিয়োগ করার ব্যপারে আগ্রহ প্রকাশ করেন ক্রিশচানো। ভারতে বিনিয়োগ করলে তাঁদের সংস্থায় কাজ করার বিষয়ে মেধার কোনও অবাব হবে না বলেই তাঁকে আশস্ত করেন মোদী। ছবি- টুইটার