২০২২ উত্তর প্রদেশ বিধানসভা ও ২০২৪ এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই মোদীর ৭১ তম জন্মদিনে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর জন্মদিনে জনপরিষেবায় তাঁর ২০ বছর অতিক্রম হওয়া নিয়ে একধিক কর্মসূচি নিয়েছে কেন্দ্রের শাসক দল। নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিনে প্রাক্কালে চলুন দেখে নেওয়া যাক পোশাকের বৈচিত্র্যে ধরা দেওয়া তাঁর কিছু ছবি। এই ছবিতে প্রধানমন্ত্রীকে তাঁর নিজের দফতরে কর্মরত অবস্থায় দেখা যাচ্ছে। খুব সাধারণ কুর্তা পাজামার সঙ্গে গামছা প্রিন্টের একটি উত্তরীয় পরিহিত অবস্থায় বসে রয়েছেন তিনি। ছবি: টুইটার
এটি নরেন্দ্র মোদীর কেদারনাথের ছবি। কেদারনাথ মহাদেব মন্দির হিসেবে প্রসিদ্ধ। এখানে ধূসর রঙের পোশাকে সেখানকার স্থানীয় সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে শিবের বাঘ্ছালের আদলে একটি স্টোল বহন করতে দেখা যাচ্ছে তাঁকে। ছবি: টুইটার
প্রধানমন্ত্রী হওয়ার পর এটি মোদীর পর স্বাধীনতা দিবসের একটি ছবি। সাদা কুর্তা পাজামার ওপর হালকা নীল রংয়ের নেহেরু জ্যাকেট ও জাতীয় পতাকার রঙের আদলে, কমলা পাগড়ি পরিহিত অবস্থায় তাঁকে দেখা যাচ্ছে। ছবি: টুইটার
এই ছবিটি দিল্লির নব নির্মিত বিজেপি হেড কোয়ার্টারে তোলা হয়েছে। এখানে চেক প্রিন্টের নেহেরু জ্যাকেটের সঙ্গে ফ্লোরাল প্রিন্টের সাল নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: টুইটার
তিনি ভারতের প্রধানমন্ত্রী। তাই খুব স্বাভাবিকভাবেই সমগ্র দেশ তথা পুরো বিশ্বের নজরে তিনি। আগামী ১৭ সেপ্টেম্বর ৭১ বছরে পা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী ব্যবহৃত পোশাক নিয়ে নানা বিতর্ক দেখা দিলেও, সাবেকি ফ্যাশনে বিশ্বাসী দেশের প্রধানমন্ত্রীকে নানা সময়ে বিভিন্ন রকম পোশাকে দেখা গিয়েছে।
গত বছর রাম মন্দিরে ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। হলুদ কুর্তা ও একটি গেরুয়া রঙের উত্তরীয়তে দেখা যাচ্ছে মোদিকে। গেরুয়া ত্যাগের প্রতীক, রাম মন্দিরের পুজোর দিন গেরুয়া রংয়ের আধিক্য আলাদা করে নজর কেড়ে নেয়। ৭১ তম জন্মদিনে ভালো থাকুন আমাদের দেশের প্রধানমন্ত্রী। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব তাঁর কাঁধে। তাঁর জন্য রইলো অনেক শুভেচ্ছা। ছবি: টুইটার