Bollywood Controversy: প্রতিভা-সাফল্য অতীত, নিক জোনাসের স্ত্রী এটাই পরিচয় প্রিয়াঙ্কার, বিদেশের মাটিতে তোপ পিগি চপসের

Priyanka Chopra: হারিয়ে গিয়েছে কি কোথাও অতীতে সাফল্যের দিনগুলো! এক বড় শো-এ গিয়ে যখন প্রিয়াঙ্কা চোপড়াকে পরিচয় করানো হয় কেবল মাত্র নিক জোনাসের স্ত্রী হিসেবে, তখন ঠিক কেমন লাগে তাঁর!

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 30, 2022 | 9:59 AM

1 / 6
বি-টাউনে একের পর এক ভাল ছবি উপহার দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বক্স অফিস হিট দেওয়া এই সুপারস্টারের প্রতিটা পদক্ষেপে জড়িয়ে ছিল একটা সময় সেরার সেরা তকমা।

বি-টাউনে একের পর এক ভাল ছবি উপহার দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বক্স অফিস হিট দেওয়া এই সুপারস্টারের প্রতিটা পদক্ষেপে জড়িয়ে ছিল একটা সময় সেরার সেরা তকমা।

2 / 6
তবে কোথাও গিয়ে যেন সেই স্টারের অভিনয় সফর বেশ কিছুটা থমকে যায় হলিউডে পা রাখার পর। কাজের চাপে যাঁর ডেট পাওয়া যেত না একটা সময়, তিনিই এখন হলিউড ও বলিউডের মাঝে নতুন করে পরিচিতি খুঁজছেন।

তবে কোথাও গিয়ে যেন সেই স্টারের অভিনয় সফর বেশ কিছুটা থমকে যায় হলিউডে পা রাখার পর। কাজের চাপে যাঁর ডেট পাওয়া যেত না একটা সময়, তিনিই এখন হলিউড ও বলিউডের মাঝে নতুন করে পরিচিতি খুঁজছেন।

3 / 6
ট্রোলের মুখে সর্বক্ষণ পড়তে হচ্ছে তাঁকে। নিজের জমি ছেড়ে হলিউডে ঠিক কতটা নিজের জায়গা করতে পারলেন তিনি! প্রতিটা পদে পদে কটাক্ষের শিকার হতে হয়েছে গত কয়েকবছরে।

ট্রোলের মুখে সর্বক্ষণ পড়তে হচ্ছে তাঁকে। নিজের জমি ছেড়ে হলিউডে ঠিক কতটা নিজের জায়গা করতে পারলেন তিনি! প্রতিটা পদে পদে কটাক্ষের শিকার হতে হয়েছে গত কয়েকবছরে।

4 / 6
হারিয়ে গিয়েছে কি কোথাও অতীতে সাফল্যের দিনগুলো! এক বড় শো-এ গিয়ে যখন প্রিয়াঙ্কা চোপড়াকে পরিচয় করানো হয় কেবল মাত্র নিক জোনাসের স্ত্রী হিসেবে, তখন ঠিক কেমন লাগে তাঁর!

হারিয়ে গিয়েছে কি কোথাও অতীতে সাফল্যের দিনগুলো! এক বড় শো-এ গিয়ে যখন প্রিয়াঙ্কা চোপড়াকে পরিচয় করানো হয় কেবল মাত্র নিক জোনাসের স্ত্রী হিসেবে, তখন ঠিক কেমন লাগে তাঁর!

5 / 6
নিজেই জানিয়েছিলেন, তিনি কি তাঁর বায়োডাটার সঙ্গে এবার থেকে নিজের আইএমডিবি লিঙ্কও দিয়ে দেবেন! প্রশ্ন করেছিলেন। কারণ তার বাইরেও একটা বড় পরিচয় রয়েছে প্রিয়াঙ্কার।

নিজেই জানিয়েছিলেন, তিনি কি তাঁর বায়োডাটার সঙ্গে এবার থেকে নিজের আইএমডিবি লিঙ্কও দিয়ে দেবেন! প্রশ্ন করেছিলেন। কারণ তার বাইরেও একটা বড় পরিচয় রয়েছে প্রিয়াঙ্কার।

6 / 6
এই প্রথম নয়, বারে বারে হলিউডে তিনি যেভাবে ছোট হয়েছেন, সেই খবর মিডিয়াতে প্রকাশ্যে আসতে বাকি ছিল না।  কিন্তু প্রশ্ন ওঠে একটাই  বলিউডেও বিতর্কের মুখে বারে বারে তাঁকে পড়তে হয়েছে, তবে কি প্রিয়াঙ্কার কেরিয়ারে এখন নতুন করে পরিচয় তৈরির করার পালা!

এই প্রথম নয়, বারে বারে হলিউডে তিনি যেভাবে ছোট হয়েছেন, সেই খবর মিডিয়াতে প্রকাশ্যে আসতে বাকি ছিল না। কিন্তু প্রশ্ন ওঠে একটাই বলিউডেও বিতর্কের মুখে বারে বারে তাঁকে পড়তে হয়েছে, তবে কি প্রিয়াঙ্কার কেরিয়ারে এখন নতুন করে পরিচয় তৈরির করার পালা!