বিয়ের পর থেকেই কোথাও গিয়ে যেন সম্পর্ক ঘিরে একাধিকবার সমালোচনার শিকার হতে হয়েছিল তাঁকে। কখনও প্রশ্ন ওঠে এই বিয়ে টিকবে কি না তা নিয়ে, কখনও আবার নিকের অন্দরমহলের নানা অশান্তি ঘিরে ওঠে সমালোচনার ঝড়।
একের পর এক প্রতিবেদনে বারে বারে দেখা গিয়েছে ডিভোর্স ঘিরে নানা জল্পনা। কখনও সামনে এসেছে তাঁরা একে অন্যের সঙ্গে সুখে নেই সেই খবর, কখনও আবার সামনে উঠে আসতে দেখা গিয়েছে অন্য কোনও কাহিনি।
তবে বিবাহ বিচ্ছেদের খবরে ঘি ঢালার কাজটি করেছিলেন, স্বয়ং প্রিয়াঙ্কা চোপড়া। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ার পাতা থেকে সরিয়ে দিয়েছিলেন জোনাস পদবী।
নাম থেকে কেন সরে গেল পদবী! সেই প্রশ্ন ফিরে ফিরে আসতে শুরু করে নেট দুনিয়ার পাতায়। তবে কি সত্যিই প্রিয়াঙ্কা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন, প্রশ্ন বারে বারে উঠলেও জবাব দেননি প্রিয়াঙ্কা।
সদ্য এক সাক্ষাৎকারে তিনি জানান, এই ধরনের কোনও প্রসঙ্গ হাতে পাওয়া মাত্রই তা ঘিরে জল্পনা হওয়াটা আশ্চর্যের। তিনি কেবল মাত্র তাঁর সব সোশ্যাল মিডিয়ার ইউজার নাম একই রাখতে চেয়েছিলেন।
শুধু মাত্র সেই কারণেই নিজের নামের পাশ থেকে ইনস্টাগ্রামে সরিয়ে দিয়েছিলেন জোনাস পদবী। বর্তমানে তাঁরা দিব্য আছেন। ছোট্ট কন্যাকে নিয়ে ভালই কাটছে সময়।