পাঁচ বছরে প্রথম এই কাজ করলেন প্রিয়াঙ্কা
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 23, 2021 | 8:55 PM
Priyanka Chopra: রবিবার ছিল রক্ষাবন্ধন। বহু তারকাই নিজের মতো করে দিনটা পালন করেছেন। গত পাঁচ বছর এই আনন্দ থেকে বিরত ছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। পাঁচ বছর পর ভাই সিদ্ধার্থ চোপড়াকে রাখি পরিয়েছেন তিনি। সেই ছবি প্রিয়াঙ্কা শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ছবি।
1 / 7
সেলেবদের জীবনের সঙ্গে আমাদের জীবনের কোনও তফাৎ নেই। আমরাও হয়তো অনেকেই কাজের কারণে ভাই/দাদাকে রাখি পরাতে পারিনি বছরের পর বছর। সেলেবদের জীবনেও এমন ঘটনা ঘটে। প্রিয়াঙ্কার জীবনেই ঘটেছে। আজ এখানে, কাল ওখানে - তাই প্রিয় ভাই সিদ্ধার্থকে রাখি পরাতে পারেননি দেসি গার্ল। কিন্তু এবার প্রাণভরে রাখি পালন করলেন।
2 / 7
গত একবছর ধরে নিজের লন্ডনের বাড়িতে রয়েছেন প্রিয়াঙ্কা। 'সিটাডেল'-এর জন্য শুটিং করছেন তিনি। সেখানেই ভাই সিদ্ধার্থের সঙ্গে দেখা করেন তিনি।
3 / 7
অনেক মিষ্টি, সুন্দর রাখি নিয়ে অপেক্ষা করছিলেন ভাইয়ের জন্য। সক্কাল সক্কাল ভাই এলেন প্রিয়াঙ্কার লন্ডনের বাড়িতেই।
4 / 7
পাঁচ বছর পর দিদি-ভাইয়ের রাখি পালন। অনেক ছবি তুলেছেন প্রিয়াঙ্কা। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "পাঁচ বছরে প্রথমবার। রাখির দিন একসঙ্গে পালন করলাম। তোমাকে ভালবাসি ছোট ভাই। আমার অন্য ভাইদেরও শুভ রাখি। যেখানেই আছ তোমাদের সকলকে ভালবাসা ও রাখি পাঠালাম। উপহারের অপেক্ষায় আছি।"
5 / 7
সিদ্ধার্থ যেতেই প্রিয়াঙ্কার আনন্দ দ্বিগুণ হয়। সময় নষ্ট না করে চটপট তাঁকে রাখি পরিয়ে দেন পিগি চপস। পেলেন মিষ্টি উপহারও। একটি সাদা রঙের কফি মাগ। তাতে কালো রঙে লেখা, "আমার বোন হওয়াই তোমার সেরা উপহার।"
6 / 7
প্রিয়াঙ্কা একা ছিলেন না, ভাই-বোনের মিলনে তাঁদের সঙ্গে ছিলেন মা ডঃ মধু চোপড়াও। তাঁকে সঙ্গে নিয়েও ছবি তোলেন প্রিয়াঙ্কা-সিদ্ধার্থ।
7 / 7
রাখি স্পেশ্যাল পোশাক হিসেবে প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন সাদা-কালো ড্রেস। সিদ্ধার্থ পরেছিলেন ঘিয়ে রঙের টি-শার্ট ও নীল রঙের ডেনিম কাপড়ের প্যান্ট। মা মধু পরেছিলেন কালো পোশাক।