দেখুন ছবিতে; ট্যুরে বেরনোর পোশাক কী হতে পারে?
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jul 23, 2021 | 6:50 PM
পোশাক বিষয়টা যার যার নিজের ব্যাপার। কিন্তু তাও কিছু বিষয় মাথায় রাখতে হয়। যেমন ধরুন, ট্যুরে যাওয়ার সময় কেমন ধরনের পোশাক পরবেন আপনি? অনেকেই জার্নি করার জন্য আলাদা পোশাক পরেন। আরামের কথা মাথায় রেখেই সেই ব্যবস্থা করেন তাঁরা।
1 / 7
বার্মুডা—ছেলেদের জন্য আদর্শ। সঙ্গে গোল গলা টি-শার্ট।
2 / 7
ফ্লিপ-ফ্লপ—পায়ে হাওয়াই চটির মতো কিছু পরলে আরাম বেশি। হিল জুতো পরলে অস্বস্তি বেশি হতে পারে।
3 / 7
অন্তর্বাস—আঁটসাঁট অন্তর্বাস পরলে অস্বস্তি লাগতে পারে আপনার। তাই নর্মাল কিছু পরুন।
4 / 7
জগার্স—আরামের আর এক নাম জগার্স। বেছে নিন লং ট্রিপের জন্য। বাসে, ট্রেনে, প্লেনে কিংবা গাড়িতে সব যাত্রাতেই পরতে পারেন।
5 / 7
নো-মেকআপ—টুরে ক্যাজুয়াল থাকুন। খুব বেশি হলে কাজল কিংবা লিপস্টিক। ত্বকে প্রলেপ দেবেন না। অসুবিধে হবে আপনারই।
6 / 7
চুলে পনিটেল—চুলের বেশি কায়দা নয়। একটা গার্ডার কিংবা ক্লাচারই যথেষ্ট।
7 / 7
গেঞ্জি কাপড়ের টপ—টি'শার্ট কিংবা কুর্তি, যে কোনও রকমের গেঞ্জি কাপড় আদর্শ। গরমে ঘামে আরামদায়ক।