Bangla News Photo gallery Propose Day 2022: Take Inspiration From These Bollywood Movie Scenes Before You Get Down on One Knee
Propose Day 2022: আজকের দিনে কীভাবে প্রোপোজ করবেন সঙ্গীকে? বলিউডের সিনেমা থেকে অনুপ্রেরণা নিন
TV9 Bangla Digital | Edited By: megha
Feb 08, 2022 | 7:25 PM
আপনি ও আপনার সঙ্গী কি রম-কম দেখতে পছন্দ করেন? আপনারা কি বলিউড মুভিজের ফ্যান? কিন্তু তাতেও প্রোপোজ করতে গিয়ে দু'পা পিছিয়ে আসছেন? তাহলে আজকের দিনে সঙ্গীকে প্রেম বা বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এই সিনেমাগুলো থেকে অনুপ্রেরণা নিতে পারেন।
1 / 6
ব্রেক কে বাদ- দীপিকা পাড়ুকোন ও ইমরান খান অভিনীত 'ব্রেক কে বাদ' সিনেমাটি ২০১০ সালে মুক্তি পায়। সম্পর্কে একটা সময় আসে যখন 'স্পেস' দরকার হয়। সেটাই চেয়েছিল আলিয়া। মন দিতে চেয়েছিল নিজের কেরিয়ারে। কিন্তু এই সিনেমার সমাপ্তি মন কেড়ে নিয়েছে দর্শকদের। আলিয়া বিয়ের প্রস্তাব নিয়ে ফিরে আসে জয়ের কাছে।
2 / 6
জব উই মেট- ইমতিয়াজ আলির 'জব উই মেট'-এর ক্রেজ এখনও কমেনি দর্শকদের মধ্য থেকে। গীতের মত চরিত্র খুব কমই তৈরি হয়েছে বলিউডে। আর গীত যে ভাবে নিজের ভালবাসা জাহির করেছিল আদিত্যকে, সেটাও বেশ অন্যরকম। আপনিও চাইলে সেই ভাবেই বহিঃপ্রকাশ করতে পারেন নিজের ভালবাসার।
3 / 6
জানে তু ইয়া জানে না- 'জানে তু ইয়া জানে না' লাভ স্টোরির থেকেও বেশি দুই বন্ধুর গল্প। বন্ধু যখন দূরে চলে যায় তখন যে অনুভূতিটা হয় সেটাই বুঝতে পেরেছিল জয় আর
অদিতি। তাই তো অদিতিকে নিজের জীবনে থেকে দূরে যেতে দেয়নি জয়। ছুটে গিয়েছিল এয়ারপোর্টে। প্রিয় গান গেয়ে নিজের কাছে অদিতিকে রেখে দিতে সক্ষম হয় জয়।
4 / 6
ওয়েক আপ সিড- স্টেরিওটাইপ ভেঙে আইশা প্রেমে প্রস্তাব দিয়েছিল সিডকে। এই সিনেমাটি প্রথম থেকেই এক অন্য বার্তা দিয়ে এসেছে দর্শকদের।
5 / 6
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি- দর্শকদের অন্যতম অনস্ক্রিন প্রিয় জুটি দীপিকা রণবীর। বানি নয়না প্রোপোজ করতে এসেছিল একটি নকল আংটি নিয়ে। কিন্তু বলেছিল 'বাট মেরা পেয়ার তো আসলি হ্যায় না বেবি'...
6 / 6
টু স্টেট (2 STATES)- বিয়ে শুধু দুটো মানুষের মধ্যে নয়, দুটো পরিবারের মধ্যেও যোগসূত্র স্থাপন করে। এটাই দর্শকদের সামনে তুলেছিল এই সিনেমা। ক্রিশ অনন্যার পুরো পরিবারকে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিল।