Messi-Ronaldo: রিয়াধে আরব্য রজনী, মেসি-রোনাল্ডোর জমজমাট মহারণের সাক্ষী রইল বিশ্ব
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 20, 2023 | 8:20 AM
Saudi All-star XI vs PSG: রিয়াধে বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদি আরবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর জমজমাট লড়াইয়ের সাক্ষী রইল গোটা বিশ্ব।
1 / 12
১৯ জানুয়ারির সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি ম্যাচ ঘিরে তীব্র উত্তেজনা ছিল আরব দেশে। অবশেষে একটা টানটান রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী রইল সারা বিশ্বের ফুটবল প্রেমীরা। (ছবি-টুইটার)
2 / 12
রিয়াধের কিং ফাওয়াদ স্টেডিয়ামে বৃহস্পতিবার, (১৯ জানুয়ারি) মুখোমুখি হয়েছিলেন বর্তমান ফুটবল বিশ্বের দুই সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।(ছবি-টুইটার)
3 / 12
দীর্ঘদিন পর ফুটবলপ্রেমীরা এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ পেল। টানটান ম্যাচে গুনে গুনে হল মোট ৯ গোল।(ছবি-টুইটার)
4 / 12
সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসের ও আল হিলালের সম্মিলিত একাদশ দিয়ে তৈরি হওয়া সৌদি অল স্টার একাদশের বিরুদ্ধে খেলেছে লিওনেল মেসির পিএসজি।(ছবি-টুইটার)
5 / 12
সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি ম্যাচ শুরুর আগে রিয়াধের কিং ফাওয়াদ স্টেডিয়ামে ছিল দারুণ চমক। সকলকে চমকে দিয়ে মাঠে হাজির হন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। দেখা করেন লিওনেল মেসিদের সঙ্গে।(ছবি-টুইটার)
6 / 12
পিএসজির মালিক আল খেলাইফির হাত ধরে বিগ বি হাজির হন মাঠে। সেখানে গিয়ে মেসি-রোনাল্ডোদের সঙ্গে হাত মেলান। ক্ষণিক কথা বলতেও দেখা যায় তাঁদের।(ছবি-টুইটার)
7 / 12
এ বার আসা যাক ম্যাচের কথায়। ম্যাচের ৩ মিনিটের মাথায় পিএসজিকে এগিয়ে দেন লিওনেল মেসি। (ছবি-টুইটার)
8 / 12
৩৪ মিনিটের মাথায় সৌদি অল স্টার একাদশকে সমতায় ফেরান পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৯ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন পিএসজির জোয়ান বের্নার্তো। এর পর ৪৩ মিনিটের মাথায় পিএসজিকে এগিয়ে দেন মার্কুইনহোসে।(ছবি-টুইটার)
9 / 12
৪৮ মিনিটের মাথায় পেনাল্টি শট নেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সেই শট আটকে দেন সৌদি অল স্টার একাদশের গোলকিপার। না হলে তখনই ব্যবধান আরও বাড়িয়ে ফেলত পিএসজি। এর ফলে প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলাফলে।(ছবি-টুইটার)
10 / 12
৫০ মিনিটের মাথায় সৌদি অল স্টার একাদশকে সমতায় ফেরান ফের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৫৪ মিনিটের মাথায় ফের এগিয়ে যায় পিএসজি। এ বার গোল সের্গিও ব়্যামোসের। ২ মিনিটের ব্যবধানে গোল শোধ করে সৌদি অল স্টার একাদশ। সমতা ফেরানোর গোলটি করেন জ্যাং। (ছবি-টুইটার)
11 / 12
২৫ মিনিটের মাথায় অফসাইডের কারণে ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপের একটি গোল বাতিল হয়ে যায়। ৬০ মিনিটের মাথায় পিএসজির হয়ে ব্যবধান বাড়ান এমবাপে। (ছবি-টুইটার)
12 / 12
৭৭ মিনিটের মাথায় পিএসজির হয়ে আরও একটি গোল করেন হুগো একিটিকে। ম্যাচের অতিরিক্ত সময়ে সৌদি অল স্টারের হয়ে চতুর্থ গোল করেন ট্যালিস্কা। তবে তাতে লাভ হয়নি ৫-৪ ব্যবধানে এই ম্যাচ জিতেছেন মেসিরা। উল্লেখ্য, দ্বিতীয়ার্ধের পুরো সময়টা খেলেননি মেসি-রোনাল্ডোরা। তাঁদের তুলে নেওয়া হয়। (ছবি-টুইটার)