TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Sep 07, 2022 | 7:45 AM
ডাইনিবিদ্যার সাহায্য নিয়েছিলেন ঠিকই। সেটা যদিও জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপেকে চোটে ফেলার জন্য নয়! এমনই দাবি ফরাসি মিডফিল্ডার পল পোগবার।(ছবি:টুইটার)
জাতীয় দলের সতীর্থর কথায় বিশ্বাস করেছেন এমবাপে। দু'জনে দীর্ঘক্ষণ কথা বলেন এই বিষয়ে। ডাইনি বিতর্কে এমবাপেকে পাশে পেলেন পোগবা।(ছবি:টুইটার)
পোগবা জানিয়েছেন, শৈশবের কয়েকজন বন্ধু ও দাদা মাতিয়াস মিলে তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। পোগবা ডাইনিবিদ্যার সাহায্যে এমবাপের ক্ষতি করতে চেয়েছিল বলে অভিযোগ তোলেন তাঁর দাদা মাতিয়াস।(ছবি:টুইটার)
এই বিষয়ে মুখ খুলেছেন এমবাপে। তাঁর কথায়, "সতীর্থর প্রতি আমার ভরসা রয়েছে। ও আমাকে ফোন করে নিজের বক্তব্যটা রেখেছে। আমি সতীর্থকে বিশ্বাস করি। পাশাপাশি জাতীয় দলের স্বার্থে এটা প্রয়োজন।"(ছবি:টুইটার)
গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা অবশ্য কাতারে পল পোগবাকে পাবেন কি না সন্দেহ। হাঁটুতে চোট লেগেছে পোগবার। অস্ত্রোপচারের নিদান দিয়েছে চিকিৎসকরা। সেরে উঠতে যা সময় লাগবে ততদিনে বছর গড়িয়ে যাবে। তাই পোগবার বিশ্বকাপ খেলা এখন সংশয়ে। (ছবি:টুইটার)