
শিরোনামে পিএসজি তারকা কিলিয়ান এমবাপে। শুধুমাত্র মাঠের পারফরম্যান্সেই নয়, ব্যক্তিগত কারণে। বিষয়টি হল, প্রেমে পড়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য। তাঁর বান্ধবীর পরিচয় শুনে চমকে যেতে হয়।(ছবি:টুইটার)

২৩ বছরের তারকা ফুটবলার প্লেবয় ম্যাগাজিনের কভার মডেল ইনেস রাউকে ডেট করছেন। রূপান্তরকামী মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন পিএসজির তারকা স্ট্রাইকার।(ছবি:টুইটার)

সম্প্রতি এমবাপে ও ইনেসের ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস হয়েছে। বিলাসবহুল ইয়টে সময় কাটানোর সময় ইনেসকে কোলে তুলে নেন।(ছবি:টুইটার)

প্লে বয় ম্যাগাজিনে ২০১৭ সালে প্রথম কোনও ট্রান্সজেন্ডার মডেল কভার পেজে স্থান পান। তিনিই হলেন ইনেস রাউ।(ছবি:টুইটার)

এমবাপে এবং ইনেসকে সর্বপ্রথম একসঙ্গে দেখা গিয়েছিল কান ফিল্ম ফেস্টিভ্যালে। পরে পাপারাৎজিরা তাঁদের ইয়টে সময় কাটানোর ছবি ক্যামেরাবন্দি করে।(ছবি:টুইটার)

৩২ বছরের সুপার মডেল রাউ মাত্র ১৬ বছর বয়সে লিঙ্গ পরিবর্তন করেন। ২৪ বছর পর্যন্ত এই সত্যিটা লুকিয়ে রেখেছিলেন। ২০১৭ সালে প্লে বয় ম্যাগাজিনের কভারে স্থান পেয়ে বিখ্যাত হয়ে ওঠেন কিলিয়ান এমবাপের বান্ধবী। (ছবি:টুইটার)